চারিদিকে বিস্তর হইচই, জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় নাকি সিঙ্গল! এও আবার হয় নাকি। বনি সেনগুপ্তর সঙ্গে তিনি যে সম্পর্কে রয়েছেন তা তো ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তাঁদের জুটিকেও সকলে খুবই পছন্দ করেন। তবে হঠাৎ সিঙ্গেল সিঙ্গেল রব উঠল যে? ব্যাপারটা কী?
আরও পড়ুন: ছোটপর্দায় জুটি বাঁধছেন রুকমা-ঋষি কৌশিক! কোন চ্যানেলের কোন মেগায় দেখা যাবে তাঁদের?
ব্যাপার গুরুতর কিছু নয়। বনি সঙ্গে সম্পর্ক একই রকম মধুর রয়েছে কৌশানির। কিন্তু এই 'সিঙ্গল' রবের পিছনে লুকিয়ে অন্য রহস্য। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। তবে ইতিমধ্যেই চারিদিকে বেশ একটা সাজো সাজো রব। পাড়ার মোড়ের দোকান থেকে শপিং মল সব জায়গাতেই ভিড় জমিয়ে কেনাকাটায় ব্যস্ত সকলে। তবে পুজো মানে তো কেবল নতুন জামা, জুতো নয়। পুজো মানে আলো, আড্ডা, প্রেম, রাত জেগে ঠাকুর দেখা আর পুজোর গান। বর্তমানে প্লে-ব্যাকের কারণে পুজোর গানের উন্মাদনা কিছুটা হলেও কমেছে। তবে সেই উন্মাদনা এবার ফিরবে কৌশানি মুখোপাধ্যায়ের হাত ধরে। অর্থাৎ পুজোর গানে দেখা যাবে নায়িকাকে। তাঁর এই পুজোর গানের নামই ‘সিঙ্গেল লাইফ’। আর তাই চারিদিকে এই সিঙ্গেল রব।
আরও পড়ুন: ভরা পার্টিতে প্রেরণার প্রেমিক ঠেলে সরিয়ে দিল সৈকতকে! ব্যাপার কী? হইচই নেটপাড়ায়
গানটি গেয়েছেন গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য, সুর দিয়েছেন কুন্তল দে। পুরোপুরি অন্য স্বাদের গান শ্রোতা তথা দর্শকরা উপহার পেতে চলেছেন। গানটির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন কারান আরিয়ান। ইতিমধ্যে গানের রেকর্ডিং শেষ, চলতি মাসে শ্যুটিং শুরু হবে এই গানের। গানটির আরও একটি চমক হল ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে রয়েছেন পরিচালক অংশুমান প্রত্যুষ। গানটি মুক্তি পাবে ‘সান ভেঞ্চার’-এর ব্যানারে প্রযোজক সানি খান ও অনুপ সাহা এর প্রযোজনাতে। গানটিতে সিনেমাটোগ্রাফি হিসাবে কাজ করছেন অনিমেষ ঘরুই। গানটির কার্যনির্বাহী প্রযোজনাতে রয়েছেন সাহেব হালদার।

আরও পড়ুন: রবিবারও বক্স অফিসে 'সাইয়ারা' ঝড়! 'সন অফ সর্দার ২' ও 'ধড়ক-২'-এরই প্রথম সপ্তাহান্তে আয় কত?
এই মিউজিক ভিডিয়ো প্রসঙ্গে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় বলেন, ‘পুজোর সবচেয়ে বড়ো গান হবে এই 'সিঙ্গেল লাইফ'। নাচে গানে এই বছর এই গান দর্শকদের মন কেড়ে নেবে আমি আশা করছি। অনেকটা প্রস্তুতি নিয়ে পুরো টিম এই কাজটা শুরু করছে।'