ছোটো পর্দার জনপ্রিয় মুখ রুকমা রায়। তবে কেবল ছোট পর্দাই নয় একাধিক সিরিজেও কাজ করেছেন নায়িকা। অন্যদিকে ঋষি কৌশিকও ধারাবাহিকের দর্শকদের কাছে খুবই চেনা একটি মুখ। তবে কেবল তো মেগা নয় ছবি থেকে সিরিজ সর্বত্র দাপটের সঙ্গে অভিনয় করছেন নায়ক। সম্প্রতি হিন্দি ধারাবাহিকেও কাজ করেছেন। তাছাড়াও কঙ্গনা রানাওয়াতের সঙ্গে ছবিও করে ফেলেছেন নায়ক। কিন্তু যতই তাঁকে নানা ক্ষেত্রে দর্শকরা দেখুন না কেন, ছোটপর্দায় তাঁর ফেরার জন্য আজও দর্শকরা মুখিয়ে আছেন। সেই সব দর্শকদের জন্যই এবার সুখবর। কারণ ফের ছোট পর্দায় ফিরছেন ঋষি কৌশিক সঙ্গে জুটি বাঁধছেন রুকমা! কোন চ্যানেলে দেখা যাবে তাঁদের?
আরও পড়ুন: সুস্মিতার নাম না করেই সৃজিতকে খোঁচা শ্রীজাতর? কবির মন্তব্য ঘিরে শোরগোল নেটপাড়ায়
আজকাল ডট কমের একটি প্রতিবেদন অনুসারে জি দুটি নতুন চ্যানেল নিয়ে আসছে। একটি হল দুটি জি বাংলা সোনার এবং আর একটি হল জি পাওয়ার। এই দুটি চ্যানেল মূলত হাইব্রিড।
ইতিমধ্যেই জি বাংলা সোনার চ্যানেলের নানা অনুষ্ঠানের টিজার দর্শকদের সামনে আনা হয়েছে। যেমন- 'শ্রীমান ভগবান দাস'-এর টিজার ইতিমধ্যেই দর্শকরা দেখে ফেলেছেন। এখানে বিশ্বনাথ বসু ও মিমি দত্ত থাকছেন। তাঁরা ছাড়াও বিশেষ ভূমিকায় নজর কাড়তে চলেছেন ইন্দ্রাশিস রায়। আর এবার খবর এই চ্যানেলেই জুটিতে ফিরছেন রুকমা রায় ও ঋষি কৌশিক।
আরও পড়ুন: রবিবারও বক্স অফিসে 'সাইয়ারা' ঝড়! 'সন অফ সর্দার ২' ও 'ধড়ক-২'-এরই প্রথম সপ্তাহান্তে আয় কত?
এটি মূলত একটি থ্রিলার ধর্মী মেগা হতে চলেছে। এই মেগার নাম ‘স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম (SIT) - বেঙ্গল’। এখানে ঋষি কৌশিককে 'ইন্দ্রজিৎ বসাক'-এর চরিত্রে দেখা যাবে। সে পেশায় একজন পুলিশ। অন্যদিকে, প্রধান মহিলা তদন্তকারী অফিসার হিসেবে থাকছেন অভিনেত্রী রুকমা রায়।
কাজের সূত্রে, 'একদিন প্রতিদিন' থেকে 'এখানে আকাশ নীল'-এর মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন ঋষি কৌশিক। তারপর ‘কুসুম দোলা’, ‘কোড়া পাখি’-এর মতো ধারাবাহিকেও তাঁকে দেখা গিয়েছে। তাছাড়াও হিন্দি ধারাবাহিকে খলনায়কের চরিত্রে দারুণ ভাবে প্রশংসিত হয়েছিলেন তিনি। তাছাড়াও একাধিক সিরিজেও কাজ করেছেন। এছাড়াও কঙ্গনা রানাওয়াতের 'ইমার্জেন্সি' ছবিতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল।
অন্যদিকে, 'কিরণমালা' ধারাবাহিকে হাত ধরে বিনোদন জগতে পা রাখেন রুকমা। ‘লালকুঠি’, ‘দেশের মাটি’, ‘রূপ সাগরে মনের মানুষ’ -সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এছাড়াও 'নষ্টনীড়', ‘রক্তকরবী’ -সহ একাধিক সিরিজ ও ছবিতে কাজ করেছেন নায়িকা। ছোট পর্দায় তাঁকে শেষ 'তুমি আশে পাশে থাকলে' থাকলে মেগাতে দেখা গিয়েছিল।