কিছুদিন আগেই সমুদ্র পাড়ে সৃজিত মুখোপাধ্যায় ও সুস্মিতা চট্টোপাধ্যায়ের ছবি নিয়ে শুরু হয়েছিল নানা গুঞ্জন। অনেকেই অনুমান করছিলেন তাঁরা মনে হয় প্রেমে পড়েছেন। তবে একটি ছবির প্রিমিয়ারে সৃজিত জানান তাঁরা কেবল ভালো বন্ধু। তবে এর পরও একাধিক অনুষ্ঠানে সৃজিত-সুস্মিতাকে একসঙ্গে নজরকাড়তে দেখা যায়। আর এবার সুস্মিতাকে নিয়ে সৃজিতকে খোঁচা দিলেন শ্রীজাত? ব্যাপারটা কী ঘটেছে?
আরও পড়ুন: ভরা পার্টিতে প্রেরণার প্রেমিক ঠেলে সরিয়ে দিল সৈকতকে! ব্যাপার কী? হইচই নেটপাড়ায়
কিছুদিন আগে শহরে এসেছিলেন গীতিকার তথা চিত্রনাট্যকার জাভেদ আখতার।অনুষ্ঠানের জাভেদের সঙ্গে মঞ্চও ভাগ করে নিয়েছিলেন শ্রীজাত। দক্ষিণ কলকাতার এক জনপ্রিয় প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। অনুষ্ঠানে দর্শক হিসেবে হাজির ছিলেন সৃজিত-সুস্মিতা। সৃজিত এদিনের অনুষ্ঠানের একটি ছবিও সমাজমাধ্যমে শেয়ার করেন। সেখানে সুস্মিতা, সৃজিতের পাশাপাশি শ্রীজাত ও দূর্বা বন্দ্যোপাধ্যায়কেও দেখা যায়। তাছাড়াও সেই ছবির অন্যতম আকর্ষণ ছিলেন জাভেদ আখতার স্বয়ং।
আর এই ছবিতেই কমেন্ট করেন শ্রীজাত। তিনি লেখেন, ‘দু’জন ভালো গীতিকারের সঙ্গে তোমার একটা ছবি থেকে গেল।’ আসলে শ্রীজাত এবং জাভেদ আখতার দু'জনেই গীতিকার। এবার তাঁর কমেন্টের মতো করেই মজার ছলে সৃজিতও রিপ্লাই করেন, ‘তোমার দু’জন ভালো চিত্রনাট্যকারের সঙ্গে একটা ছবি থেকে গেল।’ অর্থাৎ জাভেদ আখতার তো চিত্রনাট্যকার বটেই, সঙ্গে আর একজন চিত্রনাট্যকার হিসেবে সৃজিত নিজেকেই ইঙ্গিত করেছেন। আর এরপর আসে সেই মন্তব্য। মজা করতে করতেই শ্রীজাত লিখে বসেন, ‘কী আশ্চর্য, জাভেদ সাহেবেরও দু’জন ভালো বন্ধুর সঙ্গে একটা ছবি থেকে গেল।’ অনেকের ধারনা এই ভালো বন্ধু যুগল হলেন সৃজিত-সুস্মিতা। কারণ সৃজিত সুস্মিতাকে ভালো বন্ধু হিসেবেই সর্বত্র পরিচয় করিয়েছেন। কিন্তু শ্রীজাত নাম না করে তাঁদের ইঙ্গিত করেছেন নাকি তাঁর ও সৃজিতের কথা বলেছেন তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েই গিয়েছে। তবে শ্রীজাতর এই মন্তব্যের পর সৃজিত আর কোনও রিপ্লাই করেননি।

আরও পড়ুন: রবিবারও বক্স অফিসে 'সাইয়ারা' ঝড়! 'সন অফ সর্দার ২' ও 'ধড়ক-২'-এরই প্রথম সপ্তাহান্তে আয় কত?
প্রসঙ্গত, ‘লহ গৌরাঙ্গের নাম রে…’-এর কাজ করতে গিয়ে, সমুদ্রের ধারে সৃজিতের সঙ্গে তোলা ছবি পোস্ট করে সুস্মিতা ক্যাপশনে লিখেছিলেন, ‘স্যার আঁখো পর।’ স্যার বলতে তিনি পরিচালককেই বুঝিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। সুস্মিতার পোস্ট করা এই ছবি দেখেই টলিপাড়ায় তৈরি হয়েছে গুঞ্জন।