আজ থেকে ২৫ বছর আগে শুরু হয়েছিল কুইজ শো কৌন বানেগা ক্রোড়পতি। ২৫ বছর ধরে এই অনুষ্ঠানের সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। বর্তমানে টাকার অংক অনেকটা বেড়ে গেলেও প্রথম পর্বে সর্বাধিক টাকার পরিমাণ ছিল ১ কোটি টাকা।
অনুষ্ঠানের প্রথম কোটিপতি হয়েছিলেন তরুণ প্রতিযোগী হর্ষবর্ধন নওয়াথে। ২০০০ সালের প্রথম কোটিপতি ছিলেন তিনি। ২৭ বছর বয়সী হর্ষবর্ধনের কোটি টাকা জেতার আনন্দে মেতে উঠেছিলেন প্রায় গোটা ভারতবাসী। ২৫ বছর পর ৫২ বছর বয়সী হর্ষবর্ধনের জীবন এখন কেমন চলছে?
৫২ বছর বয়সী হর্ষবর্ধন আজ একটি নামই সংস্থার সিইও। এইচ আর টুডের রিপোর্ট অনুযায়ী, হর্ষবর্ধন গত বছরের ডিসেম্বর মাসে JSW ফাউন্ডেশনের CEO হন। এর আগে তিনি ২০২৩ সালের মে মাস থেকে JSW ফাউন্ডেশনের চিপ অপারেটিং অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন।
JSW জয়েন্ট করার আগে তিনি টেকসই ব্যাংকিং পারফরম্যান্স, ফ্রেমওয়ার্কস, গিভিং এবং গভর্নেন্সের পরিচালক এবং প্রধান হিসেবে ন্যাটওয়েস্ট গ্রুপে CSR এবং টেকসই উদ্যোগের নেতৃত্ব দেন। এছাড়া ওয়েলস্পন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছিলেন তিনি। শুধু তাই নয়, একটা সময় মাহিন্দ্রার গ্রুপেও কাজ করেছিলেন তিনি।
জীবনের সমস্ত সফলতার জন্য হর্ষবর্ধন বারবার ধন্যবাদ জানিয়েছেন KBC অনুষ্ঠানটিকে। 2021 সালের একটি সাক্ষাৎকারে তিনি হিন্দুস্তান টাইমসকে বলেন, KBC জেতার পর আমি আর্থিক নিরাপত্তা পেয়েছি এবং পরিচয় তৈরি করতে পেরেছি। খুব স্বাভাবিকভাবেই আপনি যখন সফল হন তখন মানুষের আপনার প্রতি দৃষ্টিভঙ্গি একেবারে পাল্টে যায়। বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করা বা স্বীকৃতি পাওয়ার অভিজ্ঞতা ছিল সত্যি খুব ভালো।
আরও পড়ুন: ভাগ্নের নতুন গান লঞ্চ গিয়ে সলমন কেন বললেন, ‘স্বজনপোষণ একেই বলে…’?
আরও পড়ুন: বিজয়গড়ের হিরে নিয়ে ফিরছেন ‘কাকাবাবু’ প্রসেনজিৎ, সৃজিত নয়, তবে এবার পরিচালক কে?
হর্ষবর্ধন আরও বলেন, জীবনে সফল হতে গেলে আপনি ঠিক কোন দিকে ফোকাস করতে চান সেটা আগে থেকে স্পষ্ট হতে হবে। একটা সময় আমিও রকস্টারের মতো জীবন কাটিয়েছি। জীবনে ফোকাস হলে এবং আর্থিক নিরাপত্তা থাকলে আপনি সফল হতে বাধ্য।