সোশ্যাল মিডিয়া থেকে উত্থান, তারপর ওয়েব সিরিজ, সিনেমায় কাজ করে বাণী নিজের পরিচিতি। অসংখ্য অনুরাগী তাঁর। আর সেই প্রাজক্তা কোলি এবার তাঁর দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন। তাও এই প্রেমের মাসে। কবে বিয়ে, কোথায়ই বা বসছে বিয়ের আসর জেনে নিন।
আরও পড়ুন: 'যৌনকর্মীরা মুখ ওড়না দিয়ে ঢাকে আর এঁরা শরীর দেখিয়ে...' সোশ্যাল মিডিয়ার 'নোংরামি' নিয়ে সরব ঝিলম!
আরও পড়ুন: শুভশ্রীর নয়, অন্য 'ভালোবাসা'র গালে চুমু রাজের! কে তিনি? পরিচালকের জন্মদিনে ফাঁস অদেখা ছবি
প্রাজক্তা কোলি এবং বৃষঙ্ক খানালের বিয়ে
বহুদিন ধরেই সম্পর্কে আছেন তাঁরা। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিক ভাবে বৃষঙ্ক প্রপোজ করেন প্রাজক্তাকে। তাঁদের সর্ম্পককে নিয়ে যান নতুন ধাপে। এবার আরও এক ধাপ এগিয়ে সামাজিক স্বীকৃতি দিয়ে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা। আগামী ২৫ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধবেন তাঁরা। তাঁদের এক ঘনিষ্ঠ সূত্রের তরফে বিয়ের একাধিক খুঁটিনাটি প্রকাশ্যে এল।
সেই ব্যক্তি জানিয়েছেন, 'হ্যাঁ প্রাজক্তা এবং বৃষঙ্কের বিয়ে হচ্ছে ২৫ ফেব্রুয়ারি। দুজনেই খুব খুশি আর এক্সসাইটেড। প্রাক বিবাহ অনুষ্ঠানে থাকবে মেহেন্দি, হলদি, সঙ্গীত এবং তারপর অনুষ্ঠিত হবে বিয়ে এবং রিসেপশন।' আগামী ২৩ তারিখ থেকে শুরু হচ্ছে প্রাজক্তা কোলির প্রাক বিবাহ অনুষ্ঠান। চলবে ২৫ পর্যন্ত। করজাতে অনুষ্ঠিত হবে তাঁদের সমস্ত বিয়ের অনুষ্ঠান।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, প্রাজক্তা কোলি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা অভিনেত্রী হওয়ার আগে থেকেই তাঁদের এই সম্পর্ক। জানা গিয়েছে প্রাজক্তার প্রেমিক তথা হবু স্বামী নেপালের কাঠমাণ্ডুর ছেলে। এক কমন বন্ধুর মাধ্যমে আলাপ হয় তাঁদের। গণেশ পুজোয় প্রথমবার তাঁরা একে অন্যকে দেখেছিলেন। সেই থেকেই সর্ম্পকে রয়েছেন তাঁরা।
আরও পড়ুন: বিশ্বজুড়ে ছুটছে ভিকির অশ্বমেধের ঘোড়া! ৭ দিনে ৩০০ কোটি পার ছাবার, মোট আয় কত?
প্রাজক্তা কোলিকে দর্শকরা শেষভাগ দেখেছেন মিসম্যাচড সিজন ৩ এ। গত ডিসেম্বরেই মুক্তি পেয়েছে সেই ওয়েব সিরিজ। এছাড়া সদ্যই মুক্তি পেয়েছে তাঁর বই টু গুড টু বি ট্রু। সামনে একটি হরর ঘরানার কাজে তাঁকে দেখা যাবে। তবে আপাতত তিনি তাঁর বিয়ে নিয়েই ব্যস্ত।