গত শুক্রবার, ভ্যালেন্টাইন্স ডের দিন মুক্তি পেয়েছে ছাবা। ভিকি কৌশল অভিনীত এই ছবিতে উঠে এসেছে ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের কথা। আর এই এক সপ্তাহ বক্স অফিসে রীতিমত যেন রাজ করছে ছাবা। ৭ দিনে বিশ্বজুড়ে কত আয় করল ছবিটি?
আরও পড়ুন: 'যৌনকর্মীরা মুখ ওড়না দিয়ে ঢাকে আর এঁরা শরীর দেখিয়ে...' সোশ্যাল মিডিয়ার 'নোংরামি' নিয়ে সরব ঝিলম!
বিশ্বজুড়ে বক্স অফিসে কত আয় করল ভিকি কৌশল অভিনীত ছাবা?
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ছাবা ছবির নির্মাতাদের তরফে জানানো হয়েছে ছবিটি ৭ দিনে বিশ্বজুড়ে আয় করেছে ৩০০ কোটি টাকার বেশি। ২০২৫ সালের এটাই প্রথম হিন্দি ছবি যে গণ্ডি টপকে রেকর্ড গড়ল।
ভিকি কৌশল এদিন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ছাবা ছবিটির বক্স অফিস কালেকশন শেয়ার করেছেন। সেখানেই তিনি জানিয়েছেন এই ছবিটি মুক্তি পাওয়ার পর ৭ দিনে ৩১০ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে বিশ্বজুড়ে। অন্যদিকে সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে ছাবা ছবিটি ভারতীয় বক্স অফিসে ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে মুক্তি পাওয়ার পর প্রথম সপ্তাহেই। এখনও পর্যন্ত দেশে এই ছবিটি ২২৫ কোটি ২৮ লাখ টাকা আয় করেছে বলেই জানা গিয়েছে।
এই বিষয়ে আরও জানিয়ে রাখা ভালো, ইতিমধ্যেই একাধিক রাজ্যে ছবিটিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। তালিকায় আছে গোয়া, মধ্য প্রদেশ, ইত্যাদি। ছত্রপতি শিবাজী মহারাজের ৩৯৫ তম জন্মবার্ষিকীতে এই ঘোষণা করেছে গোয়া সরকার।
ভিকি কী জানিয়েছেন?
ভিকি কৌশল এদিন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বক্স অফিস কালেকশনের ছবিটি পোস্ট করে দর্শকদের, অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছে। তিনি লেখেন, 'আপনাদের সবার মেসেজ, ফোন, ভিডিয়ো যে যা পাঠাচ্ছেন ছাবা দেখে সব দেখছি আমি। সবাইকে ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ।'
আরও পড়ুন: শুভশ্রীর নয়, অন্য 'ভালোবাসা'র গালে চুমু রাজের! কে তিনি? পরিচালকের জন্মদিনে ফাঁস অদেখা ছবি
ছাবা ছবিটি প্রসঙ্গে
ছাবা ছবিটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর । দীনেশ বিজন প্রযোজনা করেছেন ছবিটির। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ধরা দিয়েছেন ভিকি কৌশল। তাঁর স্ত্রীর চরিত্রে আছেন রশ্মিকা মন্দানা। ঔরঙ্গজেবের চরিত্রে দেখা যাচ্ছে অক্ষয় খান্নার।