এবার একই মঞ্চে দেখা যাবে কাজল এবং টুইঙ্কল খান্নাকে। না, কোনও নতুন সিনেমা নয়, এবার একটি টক শো উপস্থাপনা করতে চলেছেন এই দুই অভিনেত্রী। অ্যামাজন প্রাইম ভিডিয়োয় আসতে চলেছে ‘টু মাচ উইথ কাজল এন্ড টুইঙ্কল’। মঙ্গলবার প্রাইম ভিডিয়োর তরফ থেকে এই আপডেট দেওয়া হয়েছে দর্শকদের উদ্দেশ্যে।
অ্যামাজন প্রাইম ভিডিয়োর তরফ থেকে যে ছবিটি পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, কাজল এবং টুইঙ্কল দুজনেই অবাক হয়ে তাকিয়ে রয়েছেন সামনের দিকে। যেন কোনও কিছু দেখে ভীষণ অবাক হয়েছেন তারা। ক্যাপশনে লেখা, তারা তো চা খেয়ে নিয়েছেন, কিন্তু মিস করার মত আরও অনেক কিছু রয়েছে।
আরও পড়ুন: লটারি জিতেও লক্ষ্মীলাভ হল না লক্ষ্মীর, Zee 5 নিয়ে আসছে নতুন মাইক্রো সিরিজ
আরও পড়ুন: অথৈ জলে ‘দৃশ্যম ৩’, ছবির পরিচালককে আইনি হুমকি জিতুর
৯০ দশকের এই দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখে ভীষণ খুশি দর্শকরা। করণ জোহরের টক শো জনপ্রিয় হওয়ার পর এবার এই অনুষ্ঠানটি জনপ্রিয় হতে চলেছে, এমনটাই দাবি দর্শকদের। তবে প্রথমেই অক্ষয় কুমার এবং অজয় দেবগনকে এই অনুষ্ঠানে ডাকার আবেদন জানিয়েছেন দর্শকরা।
অনুষ্ঠানটির নাম শুনেই বোঝা যাচ্ছে, এটি একটি এমন টক শো হতে চলেছে, যা আগামী দিনে একাধিক তারকার অজানা কথা সামনে নিয়ে আসবে। তৈরি হতেও পারে বিতর্ক। এই অনুষ্ঠানটি যে নিঃসন্দেহে করণ জোহরের অনুষ্ঠানকে টেক্কা দেবে, সেটা এখন থেকেই যেন আন্দাজ করতে পারছেন দর্শকরা।
তবে উপস্থাপকদের নাম ঘোষণা করা হলেও এটি কবে এবং কখন থেকে সম্প্রচারিত হবে তা এখনও ঘোষণা করা হয়নি। অনুষ্ঠানে কোন কোন অতিথি আসবেন, সেই তালিকাও এখনও অজানা।
আরও পড়ুন: 'ওকে দেখলে মুরগিও...', ইসকনের রেস্তোরাঁয় যুবকের আমিষ খাওয়া নিয়ে ক্ষুব্ধ বাদশা
আরও পড়ুন: অবশেষে ছোটবেলার ইচ্ছে পূরণ হল রূপসার, সায়নদীপ স্ত্রীকে দিলেন কোন বিশেষ উপহার?
প্রসঙ্গত, কাজল শেষ অভিনয় করেছেন ‘মা’ ছবিতে। এই আধ্যাত্মিক পৌরাণিক ভৌতিক ছবিটি মুক্তি পেয়েছে গত ২৭ জুন। অন্যদিকে আগামী ২৫ জুলাই জিও হটস্টারে মুক্তি পাবে কাজল অভিনীত ছবি ‘সরজমিন’। অন্যদিকে টুইঙ্কল এখন সিনেমা জগত থেকে দূরে থাকলেও তিনি নিজেকে লেখিকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।