বেশ কয়েকদিন ধরেই রূপসা এবং সায়নদীপ দুজনেই সোশ্যাল মিডিয়ায় কাউন্টডাউন শুরু করেছিলেন একটি বিশেষ দিনের। যদিও প্রথমে সেই বিশেষ দিনটি কি তা বুঝতে পারেননি কেউ। কেউ ভেবেছিলেন বিবাহবার্ষিকী এবং কেউ আবার ভেবেছিলেন কোনও বড় সারপ্রাইজ দিতে চলেছেন তাঁরা।
অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই রূপসা পোস্ট করেন তাঁর জন্মদিনের ভিডিয়ো। বাড়ি ভর্তি লোক সকলে অভিনেত্রীর জন্মদিনের তোড়জোড় করছেন, রূপসা নিজেও প্রস্তুতি নিচ্ছেন সাজগোজের, এই সবকিছু দেখে স্পষ্ট হয়ে গিয়েছিল বিগত বেশ কয়েকদিনের কাউন্টডাউনের আসল অর্থ কি।
আরও পড়ুন: হতে চলেছে অপেক্ষার অবসান, হাসপাতালে ভর্তি হওয়ার আগে কী কী শপিং করলেন অহনা?
আরও পড়ুন: দুষ্টু চোখে ক্যামেরার দিকে তাকিয়ে, এই খুদেই আজ নামী পরিচালক, চেনেন তাঁকে?
স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সায়নদীপ লেখেন, ‘অবশেষে দিনের শেষে! তোমার স্বামী তোমার জন্মদিনের পোস্ট করছে। এটা আমার সঙ্গে তোমার তৃতীয় জন্মদিন পালন। এইভাবেই যেন প্রত্যেকটি জন্মদিন তোমার স্পেশাল করে তুলতে পারি। এই বছর আমি তোমার সঙ্গে প্রত্যেকটি মুহূর্ত কাটাতে এতটাই ব্যস্ত ছিলাম যে এই দিনের শেষে পোস্ট করলাম আমি।’
সায়নদীপ আরও লেখেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি নিজের জন্য যা চাও তা যেন তুমি অর্জন করতে পারো। তোমার জীবনে অনেক কিছু পাওয়ার এখনও বাকি আছে। সব তুমি পাবে। এই আকাশ তোমার, তুমি এটা শাসন করবে। তুমি আমার রানী। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি।’
সায়নদীপের জন্মদিনের শুভেচ্ছা জানানোর কিছুক্ষণের মধ্যেই একটি অন্য ছবি পোস্ট করেন রূপসা। ক্যাপশনে লেখেন, ‘থ্যাঙ্ক ইউ সো মাচ আমার ছোটবেলার ইচ্ছে পূরণ করার জন্য।’ কি সেই ইচ্ছা? ছবি দেখে যেটুকু বোঝা গিয়েছে তা হল আমাদের ছোটবেলার প্রিয় চরিত্র মিস্টার বিন-এর সবথেকে প্রিয় পুতুলটি নিজের করে পাওয়ার ইচ্ছা ছিল রূপসার, যা অবশেষে পূর্ণ হয়েছে।
রূপসার হাতের পুতুলটি দেখতে অবিকল মিস্টার বিন চরিত্রের পুতুলের মতো। সকলেই ছোটবেলায় কোনও না কোনও সময় এই কার্টুন দেখেছেন এবং ভালোবেসেছেন চরিত্রটিকে। সেই ছোটবেলার ইচ্ছাই অবশেষে পূরণ হল রূপসার, এই পুতুলটি পেয়ে অভিনেত্রী ভীষণ ভীষণ খুশি।
আরও পড়ুন: 'ওরা শিল্পকে ভয় পায়...', বাংলাদেশে সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙায় ক্ষুব্ধ রূপালি
আরও পড়ুন: ফের বড় পর্দায় জুটি বাঁধবেন আবির-জয়া, মুক্তি পেল ‘পুতুলনাচের ইতিকথা’-র ট্রেলার
প্রসঙ্গত, ইতিমধ্যেই মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরে এসেছেন অভিনেত্রী। একটি নতুন ওয়েব সিরিজে নাকি দেখা যাবে তাঁকে। তবে কাজের পাশাপাশি নিজের সংসারকে নিপুনভাবে সামলাচ্ছেন তিনি, যা দেখে প্রশংসা না করে উপায় নেই।