রহস্য রোমাঞ্চকর ছবির কথা বললেই সবার আগে মাথায় আসে ‘দৃশ্যম’ সিনেমাটির কথা। দুটি পর্বের অসাধারণ সাফল্যের পর চলতি বছর মুক্তি পাওয়ার কথা তৃতীয় পর্বের। সবকিছুই যখন ঠিকঠাক, তখন আচমকাই সমস্যা তৈরি করলেন মালায়ালাম পরিচালক জিতু জোসেফ।
সম্প্রতি মাতৃভূমিকে দেওয়া একটি সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, কিছুতেই মালায়ালাম ভার্সন শ্যুট করার আগে হিন্দি ভার্সন শ্যুট করা যাবে না। তেমন যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে তিনি আইনি পদক্ষেপ নিতেও প্রস্তুত বলে জানিয়েছেন।
আরও পড়ুন: হতে চলেছে অপেক্ষার অবসান, হাসপাতালে ভর্তি হওয়ার আগে কী কী শপিং করলেন অহনা?
আরও পড়ুন: দুষ্টু চোখে ক্যামেরার দিকে তাকিয়ে, এই খুদেই আজ নামী পরিচালক, চেনেন তাঁকে?
জিতু বলেন, মালায়ালাম এবং হিন্দি ভার্সন একসঙ্গে শুরু করার কথা ছিল। কিন্তু এখনও আমরা কোনও সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। হিন্দি ভার্সন শুরু করার ইঙ্গিত আমরা পাচ্ছিলাম, তাই আগে থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছি মালায়ালাম ভার্সন শুরু হওয়ার আগে কিছুতেই হিন্দি ভার্সন ছবির কাজ শুরু করা যাবে না।
তিনি আরও বলেন, ‘কয়েকদিন মাত্র হয়েছে ছবির ক্লাইম্যাক্স লেখার কাজ শেষ হয়েছে। বেশ কয়েক মাস ধরেই স্ক্রিপ্ট লেখার কাজ চলছিল। আগামী অক্টোবর মাসেই মালায়ালাম ভার্সনের কাজ শুরু হয়ে যাবে, তারপর শুরু হবে হিন্দি ভার্সনের কাজ।’
আরও পড়ুন: 'ওরা শিল্পকে ভয় পায়...', বাংলাদেশে সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙায় ক্ষুব্ধ রূপালি
আরও পড়ুন: ফের বড় পর্দায় জুটি বাঁধবেন আবির-জয়া, মুক্তি পেল ‘পুতুলনাচের ইতিকথা’-র ট্রেলার
মালায়ালাম পরিচালক জিতু জোসেফের কথা অনুযায়ী কোনওভাবেই এই বছর মুক্তি পাবে না অজয় দেবগনের ছবি ‘দৃশ্যম ৩’। প্রসঙ্গত, মোহনলালকে নিয়ে ২০১৩ সালে পরিচালক শুরু করেছিলেন ‘দৃশ্যম’ সিরিজ। পরবর্তী সময়ে এই সিরিজটি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, শ্রীলঙ্কান এবং চীনা ভাষায় তৈরি হয়।
গত কয়েক মাসে রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছিল, খুব শীঘ্রই শুরু হতে চলেছে ‘দৃশ্যম ৩’ ছবির কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই মুক্তি পাওয়ার কথা ছিল এই সিনেমাটি। কিন্তু সেই সমস্ত জল্পনা কল্পনায় জল ঢেলে দিলেন মালায়ালাম পরিচালক।