বড় পর্দার পাশাপাশি ডিজিটাল প্লাটফর্মের চাহিদা এই মুহূর্তে মানুষের মধ্যে বিশাল। ওয়েব সিরিজ হোক অথবা মাইক্রো ড্রামা, নতুন স্বাদের গল্প দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা। দর্শকদের এই চাহিদার কথা মাথায় রেখেই জি ফাইভ-এ মুক্তি পেতে চলেছে আরও একটি নতুন মাইক্রো সিরিজ।
মাইক্রো ড্রামা অথবা মিনি সিরিজ হল কয়েক মিনিটের পর্ব নিয়ে তৈরি একটি সিরিজ। এক একটি সিরিজ কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। জি ফাইভ এবং বুলেট অ্যাপে ইতিমধ্যেই বেশ কিছু মাইক্রো সিরিজ মুক্তি পেয়েছে। এবার এই তালিকায় নতুন সংযোজন ‘লক্ষ্মী পেল লটারি’।
আরও পড়ুন: হতে চলেছে অপেক্ষার অবসান, হাসপাতালে ভর্তি হওয়ার আগে কী কী শপিং করলেন অহনা?
আরও পড়ুন: দুষ্টু চোখে ক্যামেরার দিকে তাকিয়ে, এই খুদেই আজ নামী পরিচালক, চেনেন তাঁকে?
মোট ৬০টি এপিসোড নিয়ে তৈরী এই মাইক্রো সিরিজ পরিচালনা করেছেন অভ্রজিৎ সেন। চিত্রনাট্য লিখেছেন সৌর্য দেব। প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সোমরাজ মাইতি, দীপান্বিতা রক্ষিত, প্রসূন সাহা, জিৎ সুন্দর চক্রবর্তী। ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন এলাকায় এই সিরিজের কাজ সারা হয়েছে।
সিরিজ প্রসঙ্গে
এই সিরিজে দীপান্বিতার চরিত্রের নাম লক্ষ্মী। নিম্নবিত্ত পরিবারের লক্ষ্মী একা হাতে গোটা পরিবারের দায়িত্ব সামলায়। ভাইকে নিয়ে অভাবে সংসার সামলাতে পরিচারিকার কাজ করে সে। একদিন কাজ থেকে বাড়ি ফেরার সময় এক অপরিচিত ব্যক্তির সঙ্গে ধাক্কা লাগে তার।
আরও পড়ুন: 'ওরা শিল্পকে ভয় পায়...', বাংলাদেশে সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙায় ক্ষুব্ধ রূপালি
আরও পড়ুন: ফের বড় পর্দায় জুটি বাঁধবেন আবির-জয়া, মুক্তি পেল ‘পুতুলনাচের ইতিকথা’-র ট্রেলার
ওই লোকটার সঙ্গে ছিল একটি লটারি টিকিট, যা রাস্তায় পড়ে যায়। এই লটারির টিকিট রাতারাতি ভাগ্য বদলে দেয় লক্ষ্মীর। বিরাট অঙ্কের টাকা জিতে ফেলে সে। কিন্তু অর্থ উপার্জন করেও জীবনে আনন্দ জোটে না তার। ঠিক এমন সময়ে সোমরাজ চরিত্রের সঙ্গে দেখা হয় লক্ষ্মীর।
গল্পে কিছুক্ষণ বাদেই এন্ট্রি হয় প্রসুন চরিত্রের। গল্পে থাকে একের পর এক বড় চমক। লক্ষ্মীর ভাগ্য কোন দিকে বইবে, সেই গল্প নিয়েই তৈরি ‘লক্ষ্মী পেল লটারি’।