1 মিনিটে পড়ুন Updated: 20 Feb 2024, 08:42 AM ISTTulika Samadder
জ্যাকি ভাগনানি এবং রাকুল প্রীত সিংয়ের বিয়ের স্থানের প্রথম ছবিগুলি অনলাইনে প্রকাশিত হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধবেন দুজন।
জ্যাকি-রকুলের বিয়ের প্রথম ছবি প্রকাশ্যে।
২১ ফেব্রুয়ারি গোয়ায় গাঁটছড়া বাঁধতে চলেছেন জ্যাকি ভাগনানি ও রাকুল প্রীত সিং। সম্প্রতি মুম্বইয়ে তাদের প্রথম প্রি-ওয়েডিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার তাদের বিয়ের অনুষ্ঠানের প্রথম ছবি অনলাইনে প্রকাশিত হয়েছে, যা বিয়ের ভেন্যুতে রাখা একটি সাইনবোর্ড।
জ্যাকি এবং রাকুলের বিয়ের ভেন্যু থেকে প্রকাশিত হওয়া ছবিতে দেখা গেল সাইনবোর্ডটিতে নীল থিম। ফুল দিয়ে তা সুসজ্জিত। আর সেখানে লেখা রয়েছে, ‘ভগনানি ও সিং পরিবার আপনাকে স্বাগত জানাচ্ছে’। এমনকী এই লাভবার্ডসের নামে খদিত হয়েছে নারকেলের গায়েও। যা দেখে মনে করা হচ্ছে, অতিথিদের দেওয়া ওয়েলকাম ড্রিঙ্ক। সেখানে দুই তারকার নামের প্রথম অক্ষর লেখা ‘আরপি’।
শনিবার সন্ধ্যায় গোয়ার উদ্দেশে রওয়ানা দেন জ্যাকি ও রকুল। গাঁটছড়া বাধার আগে জ্যাকি-রকুল আশীর্বাদ নিতে সিদ্ধিবিনায়ক মন্দিরে পৌঁছেছিল। বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল, এশা দেওল, ভূমি পেডনেকররা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন গোয়াতে, এই বিয়ের অংশ হতে। ২১ ফেব্রুয়ারি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে হবে গ্র্যান্ড ওয়েডিং।
ফিটনেস ফ্রিক জ্যাকি আর রকুলের বিয়ের মেনুতেও থাকছে বিশেষ চমক। খাবারের দায়িত্বে থাকা এক সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, ‘এমন একজন শেফকে বোর্ডে রাখা হয়েছে যার নাম রয়েছে সব ধরনের ভারতীয় এবং আন্তর্জাতিক খাবারের জন্য। আরেকটি বিশেষ বিষয় হল, দম্পতি স্বাস্থ্য সচেতন অতিথিদের জন্য একটি বিশেষ মেনু তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।’
অভিনেতা অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের মতো ফিটনেস ফ্রিকরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। আমাদের উৎস জানিয়েছে, ‘তাদের প্রিয় খাবার সুশি থাকছে। এছাড়াও গ্লুটেন ফ্রি খাবার ও চিনি ছাড়া তৈরি বিভিন্ন ডেজার্টও রাখা হচ্ছে।’
কাজের দিক দিয়ে, জ্যাকি তার পরবর্তী প্রযোজনা বড়ে মিঞা ছোটে মিঞা মুক্তির অপেক্ষায় রয়েছেন। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ, সোনাক্ষী সিনহা এবং পৃথ্বীরাজ সুকুমারন। এটি ২০২৪ সালের ইদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে প্রস্তুত।