চলতি বছরের দোলেই সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন তাঁর নতুন ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে...' আসছে। ছবিতে কারা কারা থাকছেন তাও জানানো হয়েছিল নির্মাতাদের পক্ষ থেকে। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। জুন মাসেই হয়েছে ছবির শুভ মহরৎ। আর উল্টো রথের দিন কলকাতার ইসকনে ছবির কলাকুশলীদের নিয়ে হাজির হয়েছিলেন পরিচালক।
শনিবার টলিউড অনলাইনের শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তাঁর আসন্ন ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে...'-এর অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কলকাতার ইসকনের রথযাত্রায় হাজির হয়েছিলেন।
আরও পড়ুন: 'কাঁটা লাগা' নিয়ে শেফালি প্রসঙ্গে সোনার বিতর্কিত মন্তব্য! ‘অসংবেদনশীল…’, কটাক্ষ নেটিজেনদের
হালকা খয়েরি রঙের পাঞ্জাবি কালো জিন্সে ধরা দিয়েছিলেন পরিচালক। তাঁর সঙ্গে ভিডিয়োয় তাঁর নতুন ছবির দুই নায়িকা ইশা সাহা ও সুস্মিতা চট্টোপাধ্যায়ও হাজির ছিলেন। ইশার পরনে ছিল মিন্ট রঙের সালোয়ার কামিজ সঙ্গে পরেছিলেন ম্যাচিং ওড়না। অন্যদিকে, হলুদ রঙের ফ্লোরাল শাড়িতে ধরা দিয়েছিলেন সুস্মিতা। কানে ঝুমকো, খোঁপায় ফুল দিয়ে বেশ মিষ্টি লাগছিল নায়িকাকে।
তাঁরা ছাড়াও উপস্থিত ছিলেন ছবির চৈতন্য দিব্যজ্যোতি দত্ত। তিনিও ধূসর রঙের ফ্লোরাল শার্ট ও জিন্সে ধরা দিয়েছিলেন। তাছাড়াও ছবির বিষ্ণুপ্রিয়া অলোকানন্দা গুহ ও লক্ষ্মীপ্রিয়া আরাত্রিকা মাইতিও এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অলোকানন্দার পরনে ছিল হালকা বেগুনী রঙের শাড়ি। অন্যদিকে, হলুদ পাড় সাদা শাড়িতে সেজে উঠেছিলেন আরাত্রিকা।
আরও পড়ুন: হট পোশাকে মিরর সেলফি আয়েন্দ্রীর! ‘আমি নাকি নেশায় আসক্ত…’, বডি সেমিংয়ের জবাব দিলেন নায়িকা
তাঁরা সকলে একসঙ্গে রথের রশিতে টান দেন। তাছাড়াও একসঙ্গে নারকেল দিয়ে আরতি করে, নারকেল ফাটান। রথযাত্রার পথে সোনার ঝাটা নিয়ে পরিষ্কারও করেন। তাঁদের হাতে ছিল 'লহ গৌরাঙ্গের নাম রে...'-এর পোস্টারও।