কাজের সূত্রে একাধিকবার জুটি বেঁধেছিলেন ইমতিয়াজ আলি এবং এ আর রহমান। ‘ফির সে উর চলা’, ‘নাদান পারিন্দে’ সহ একাধিক কালজয়ী গানে জুটি বেঁধেছিলেন এই দুই তারকা। ‘রকস্টার’ ছবির গানের শ্যুটিং চলাকালীন একটি মজাদার অভিজ্ঞতার কথা সম্প্রতি শেয়ার করেন পরিচালক ইমতিয়াজ।
‘রকস্টার’ ছবির একটি দৃশ্য শ্যুট করা হয়েছিল কাশ্মীরের পহেলগাঁও এলাকায়। ছবির অন্যতম বিখ্যাত গান ‘ফির সে উর চলা’, গানের শ্যুটিং চলাকালীন একটি অদ্ভুত এবং মজাদার অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল ইমতিয়াজ এবং রহমান দুজনকেই।
আরও পড়ুন: 'ওঁর মতো কেউ হবে না...', নানার সঙ্গে কাটানো কোন মজার মুহূর্ত তুলে ধরলেন পরেশ?
আরও পড়ুন: ফের বড় পর্দায় বিক্রান্ত, 'হোয়াইট' ছবিতে ফুটে উঠবে কোন অজানা গল্প?
সম্প্রতি O2India- এর সঙ্গে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে ইমতিয়াজ বলেন, ‘কাশ্মীরের হোটেলে ঢুকে যখন নিজের রেকর্ডিং সরঞ্জাম রাখেন রহমান, তখন সকলে তাঁকে ইলেকট্রিশিয়ান ভেবে ভুল করেছিল। সেদিন রহমান একটি কালো টিশার্ট এবং ধূসর রঙের একটি প্যান্ট পরেছিলেন। যে কাশ্মীরি মেয়েদের রহমানের সঙ্গে গান গাওয়ার কথা ছিল, তাঁদের মধ্যে কেউ রহমানকে চিনতেই পারেননি।’
ইমতিয়াজ আরও বলেন, ‘হোটেলে ঢুকে যখন ওই মেয়েরা আমাকে প্রশ্ন করেন, সঙ্গীত পরিচালক কে? তখন আমি রহমানের দিকে তাকাই। আমার প্রদুত্তরে একজন কাশ্মীরি মেয়ে বলেন, ইনি কি রহমান স্যার? আমার মনে হচ্ছে না. আমি রহমান স্যারকে দেখেছি, ওঁকে অন্যরকম দেখতে। এই কথা শুনে আমরা দুজনেই হেসে ফেলি।’
আরও পড়ুন: প্রথমবার বিহারে শ্যুটিং পঙ্কজের, আপ্লুত অভিনেতা বললেন, 'মনে হচ্ছে যেন বাড়িতেই...'
আরও পড়ুন: দ্বিতীয়বার মারণ রোগে আক্রান্ত, চিকিৎসার মধ্যেই নতুন আপডেট দিলেন তাহিরা
ইমতিয়াজ হাসতে হাসতে আরও বলেন, ‘যারা গান গাইতে এসেছিলেন তাঁরা রহমানকে চিনতে পারেননি, রহমানও নিজের পরিচয় দেননি। তিনি ওই মহিলাদের বলেন, হ্যাঁ হ্যাঁ ভুলে যাও। এরপর গোটা গানটি রেকর্ড করা হয়। যারা গান গাইলেন, তাঁরা জানতেই পারলেন না কার সঙ্গে গান গাইছেন তাঁরা।’
‘রকস্টার’ ছাড়াও ‘জব উই মেট’ এবং ‘লাভ আজ কাল’ এই দুই ছবিতেও একসঙ্গে কাজ করেছিলেন এই তারকা জুটি। এই জুটি তৈরি করেছেন এমন কিছু গান যা মানুষের মনের মধ্যে রয়ে গেছে বছরের পর বছর। তবে ‘রকস্টার’ ছবির গান মানুষের ভালো লাগলেও সিনেমাটি তেমনভাবে বক্স অফিসে সফলতা অর্জন করতে পারেনি।