বিহারের বাসিন্দা পঙ্কজ ত্রিপাঠী বলিউডের একজন নামী অভিনেতা। দেশ এবং বিদেশের বিভিন্ন স্থানে শ্যুটিং করলেও আশ্চর্যজনকভাবে নিজের শহরে এখনও পর্যন্ত শ্যুটিং করার সুযোগ পাননি তিনি। তবে অবশেষে এসেছে সেই সুযোগ। ‘ও মাই গড ২’ পরিচালক অমিত রাইয়ের সঙ্গে একটি নতুন সিনেমায় কাজ করছেন তিনি, যার দরুন পাটনায় শ্যুটিং করার সুযোগ পেয়েছেন তিনি।
পাটনায় শ্যুটিং করার বিষয়টিকে নিজের ঘরে ফেরা বলে অভিহিত করেছেন অভিনেতা। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে পঙ্কজ বলেন, ‘একদম নিজের বাড়ি ফেরার মতো অনুভূতি লাগছে। যাদের সঙ্গে থিয়েটার করতাম, সেই সহকর্মীদের সঙ্গে দেখা হয়েছে। যেখানে নাটক মঞ্চস্থ হত, সেই অডিটোরিয়াম ঘুরিয়ে দেখিয়েছি সকলকে।’
আরও পড়ুন: রাগী বিক্রম থেকে ভীতু অনির্বাণ, ‘মৃগয়া’-র ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন ঋত্বিক
আরও পড়ুন: আত্মহত্যা করলেন ‘তারক মেহেতা’ খ্যাত অভিনেতা, মানসিক অবসাদ নাকি অন্য কিছু?
তিনি আরও বলেন, ‘এটা আমার জন্মভূমি, খুব স্বাভাবিকভাবেই মনে হচ্ছে আমি বাড়ি ফিরে এসেছি। সত্যি বলতে অমিতকে আমিই বলেছিলাম, পাটনায় শ্যুট করার কথা। যেহেতু ছবির গল্প পাটনার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, তাই আমি চেয়েছিলাম পাটনায় শ্যুটিং হোক।’
৪৮ বছর বয়সী এই অভিনেতা পাটনার সরকারের প্রশংসা করে বলেন, ‘বিহারে ধীরে ধীরে চলচ্চিত্রবান্ধব পরিবেশ তৈরি হচ্ছে। আমরা এই গল্পের মধ্যে আসল বিহারকে দেখাতে চেয়েছিলাম। এর আগে মূল ধারার সিনেমায় পাটনাকে দেখানো হয়নি, তবে এবার অন্য দৃষ্টিকোণ থেকে দেখানো হবে এই শহরকে।’
আরও পড়ুন: ২ লক্ষ টাকার ‘সুপারি’, সলমনের পর প্রাণনাশের হুমকি টাইগারকে, পুলিশের হাতে পড়ল ধরাও
সবশেষে অভিনেতা বলেন, ‘এখনও পর্যন্ত কোনও সিনেমায় বিহারের ভালো দিক দেখানো হয়নি। ৯০ দশকে বিহার যেমন ছিল, ঠিক তেমনি এখনও সিনেমায় দেখানো হয়। সংবাদমাধ্যমেও তেমনই তুলে ধরা হয়। কিন্তু এই সিনেমায় তা হয়নি। বিহারের অন্য রূপ তুলে ধরা হয়েছে এই সিনেমায়।’
প্রসঙ্গত, তথাকথিত সৌন্দর্য না থাকলেও শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পঙ্কজ। সিনেমা থেকে ওয়েব সিরিজ, সর্বত্র তাঁর অবাধ যাতায়াত। এখনও পর্যন্ত দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একটি ফিল্মফেয়ার পুরস্কার পুরস্কৃত হয়েছেন তিনি।