
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কেরিয়ারে বেশিরভাগ ক্ষেত্রে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন অভিনেতা বিক্রান্ত মাসে। ‘টুয়েলভ ফেল’ হোক অথবা ‘দ্যা সবরমতী রিপোর্ট’, সব সময় অন্যরকম চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে বিক্রান্তকে। এবারেও অন্যরকম একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
জানা গিয়েছে, আসন্ন চলচ্চিত্র ‘হোয়াইট’-এ শ্রী শ্রী রবি শঙ্করের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিক্রান্তকে। ইতিমধ্যেই তিনি চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য যথাসম্ভব চেষ্টা শুরু করে দিয়েছেন। গুরুজির মত বড় বড় চুল রাখা থেকে শুরু করে নিজের শারীরিক গঠনের পরিবর্তন, যথাসম্ভব নিজেকে পরিবর্তন করছেন বিক্রান্ত।
আরও পড়ুন: ২ লক্ষ টাকার ‘সুপারি’, সলমনের পর প্রাণনাশের হুমকি টাইগারকে, পুলিশের হাতে পড়ল ধরাও
প্রযোজনা সংস্থার সূত্র থেকে জানা গিয়েছে, ‘হোয়াইট’ এমন একটি সিনেমা হতে চলেছে যেখানে দেখা যাবে, ৫২ বছর ধরে কলম্বিয়ায় গৃহযুদ্ধের অবসানে শ্রী শ্রী রবি শংকরের হস্তক্ষেপ কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে ভারতের আধ্যাত্মিক কূটনৈতিক অবস্থানের এক অকথ্য গল্প দেখানো হবে এই সিনেমায়।
জানা গিয়েছে, ছবিটি ইংরেজি এবং স্প্যানিশ সহ একাধিক ভাষায় মুক্তি পাবে। ছবিতে অভিনয় করবেন আমেরিকার বেশ কিছু অভিনেতা, যাদের বিমানে করে ভারতে নিয়ে আসা হবে। ইতিমধ্যেই কলম্বিয়ায় প্রি প্রোডাকশনের কাজ চলছে। আগামী জুলাই মাস থেকে শ্যুটিং শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের সিনেমাটি মুক্তি পাবে বড় পর্দায়।
আরও পড়ুন: রাগী বিক্রম থেকে ভীতু অনির্বাণ, ‘মৃগয়া’-র ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন ঋত্বিক
আরও পড়ুন: আত্মহত্যা করলেন ‘তারক মেহেতা’ খ্যাত অভিনেতা, মানসিক অবসাদ নাকি অন্য কিছু?
সিনেমাটি প্রযোজনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি ইতিমধ্যেই ওয়ার, পাঠান এবং ফাইটারের মতো সিনেমা পরিচালনা করেছেন। এই সিনেমাটি পরিচালনা করতে পারেন মন্ট ব্যাসি। ছবিটি শুধু ভারত নয়, কলম্বিয়া সহ বিভিন্ন দেশের জন্যেও বেশ শিক্ষণীয় একটি সিনেমা হতে চলেছে। তবে এই ছবিটি নিয়ে সব থেকে বেশি উত্তেজিত গুরুজীর ভক্তরা।
প্রসঙ্গত, ‘দ্যা সবরমতী রিপোর্ট’ ছবিতে অভিনয় করার পর অভিনেতা একটি পোষ্টের মাধ্যমে জানিয়েছিলেন, তিনি সিনেমা জগৎ থেকে বিরতি নিতে চান। স্ত্রী এবং সন্তানকে সময় দিতে চান। তবে অভিনেতার এই পোস্ট দেখে বহু মানুষ বারবার বিক্রান্তকে অনুরোধ করেন যাতে তিনি এই সিদ্ধান্ত না নেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports