এই মুহূর্তে চর্চায় দেব ও ইধিকা পালের রসায়ন। আর হবে না-ই বা কেন, পরপর তিনটে ছবিতে একসঙ্গে কাজ করলেন তাঁরা। শুরুটা হয়েছিল খাদান দিয়ে। সেখানে ‘কিশোরী-গার্ল’ ইধিকা আর দেবের রসায়ন জিতে নেয় দর্শকের মন। এরপরেও দুটি ছবিতে একসঙ্গে এই জুটি। রঘু ডাকাত ও প্রজাপতি ২- দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়। এর মধ্যে রঘু ডাকাতের শ্যুট শেষ। প্রজাপতি ২-এর ফ্লোরে গিয়েছে গত মাসেই।
এদিকে দেব আর ইধিকা যখন পরপর ছবিতে কাজ করছেন, তখন একটা খবর রটেছে টলিউডে। নিন্দুকদের মত, দেব নাকি ডেট করছেন ইধিকাকে। এখানেই শেষ নয়, একাধিকবার দেব ও রুক্মিণীর বিচ্ছেদের খবর উঠে এসেছে মিডিয়ায়। এমনকী, মাঝে রুক্মিণী দেবকে ইনস্টাগ্রামে আনফলোও করেছিলেন। যদিও পরে টেকনিক্যাল গ্লিচ হিসেবেই দাবি করা হয় ব্যাপারটা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইধিকাকে দেবের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, অর্থাৎ তাঁদের নিয়ে এই যে ডেটিং চর্চা রটছে, তা নিয়ে। এতে দেবের নায়িকা নিউজ ১৮-কে জবাব দেন, ‘আমি এটা নিয়ে (প্রতিক্রিয়া দেওয়া) কখনো ভাবিই নি। এতদূর যাইইনি। এর আগেও যখন এসব নিয়ে কথা উঠেছে, আমাকে তা খুব একটা বিচলিত করেনি। যারা আমার থেকে বড়, তাঁদের বিচলিত করছে না। আমাকে কেন করবে।’
ছোট পর্দা দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল ইধিকার। তবে তাঁর প্রথম বড় পর্দায় কাজ ছিল বাংলাদেশের ছবিতে। শাকিব খানের বিপরীতে তাঁকে দেখা যায় প্রিয়তমা সিনেমায়। এরপরই আসে খাদানের নায়িকা হওয়ার সুযোগ। এরপর রঘু ডাকাতেও ইধিকা, প্রজাপতি ২-তেও ইধিকা নির্বাচিত হওয়ার সঙ্গেসঙ্গে ফিসফাস তুঙ্গে।