হিনা খান চলতি বছরের ৪ জুন তাঁর প্রেমিক রকি জয়সওয়ালকে বিয়ে করেন। দু'জনেই তাঁদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবন্ধ হন। শীঘ্রই এই দম্পতিকে কালারসের রিয়্যালিটি শো ‘পতি পত্নী অর পাঙ্গা-তে দেখা যাবে। অনুরাগীরা তাঁদের দু’জনকে এই অনুষ্ঠানে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সম্প্রতি রকি জয়সওয়াল জানিয়েছেন যে, তিনি এবং হিনা খান গত বছর বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু নানা কারণে তা আর করে উঠতে পারেননি। এই কথোপকথনের সময় হিনা জানিয়েছেন যে, তিনি এবং রকি কীভাবে দাম্পত্যের উদযাপন করেন।
আরও পড়ুন: মাত্র তিন মাসেই শেষ 'বুলেটে সরোজিনী', হয়ে গেল শেষ দিনের শ্যুটিং! ‘এতটা কষ্ট পাচ্ছি…’, বললেন দিয়া
জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে হিনার সঙ্গে তাঁর বিয়ে সম্পর্কে কথা বলতে গিয়ে রকি বলেন, ‘আমরা এটা করেছি কারণ বিয়েটা দীর্ঘদিন ধরে আটকে ছিল। আমাদের এটা এক বছর আগেই করার ছিল। কোনও ভাবে আমরা সময় পেয়েছিলাম এবং তাই আমরা আর দেরি করিনি।’
তারকা দম্পতিকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তাঁরা ‘পতি পত্নী অর পাঙ্গা’ তে অংশ নিলেন? হিনা খান বলেন, ‘এটা আমাদের জন্য একটা ছুটির মতোই। যখন আমরা এই অনুষ্ঠানের অংশ হই, তখন আমাদের খুব ভালো লেগেছিল এবং খুব খুশিও হয়েছিলাম। আমরা এই দিনগুলোকে খুব আনন্দের সঙ্গে কাটাই। জীবনের উত্তেজনা এবং চাপ থেকে আমরা মুক্তি পাই।’
আরও পড়ুন: 'চেষ্টা করেছিলাম…', স্কুলের বন্ধু শাক্যর সঙ্গে কেন ডিভোর্স হল? মুখ খুললেন শোলাঙ্কি
নিজের এবং রকির দাম্পত্য সম্পর্কে কথা বলতে গিয়ে হিনা বলেন, ‘আমরা এমন দম্পতি নই যেখানে আমি ওঁর সম্পর্কে সবকিছু জানি, আমি ওঁকে বলতে পারি কোন রঙটা ওঁর জন্য ঠিক, অথবা ও কী খেতে পছন্দ করে। আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ নয়, আমরা এই নিয়ে মাথা ঘামাই না। আমি জানি না ও কোন রঙ পছন্দ করে, ও জানে না আমি কী জানি। ও কখনও আমার প্রশংসা করেনি। আমাকে বলে যে, আমি দেখতে সুন্দর। আমি অভিযোগ করছি না। ও এমন একজন মানুষ যে, সবসময় বলে যে আমি সব সময় সুন্দর দেখাই। আমি বার বার কী বলব?’