মালাইকার সঙ্গে বিয়ে ভাঙার পর ২২ বছরের মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে ছিলেন আরবাজ খান। জর্জিয়ার সঙ্গেও আরবাজের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তবে হঠাৎই সেই সম্পর্কও ভেঙে যায়। এরপর গত বছরের (২০২৩) শেষে সুরা খানকে বিয়ে করেন আরবাজ। বিয়ের পর আপাতত সুরার সঙ্গে দিব্যি সময় কাটাচ্ছেন আরবাজ। যদিও জর্জিয়া আজও মাঝেমধ্যে আরবাজকে নিয়ে কথা বলছেন।
২১মে মঙ্গলবার ছিল জর্জিয়া আন্দ্রিয়ানির জন্মদিন। মুম্বইতে নিজের জন্মদিন সেলিব্রেট করতে পার্টি দিয়েছিলেন জর্জিয়া। সেই পার্টিতে অতিথি তালিকায় ছিলেন অনুপম খের পুত্র সিকন্দর। পার্টিতে অবশ্য আরও অনেকেই ছিলেন। তবে জর্জিয়াকে দেখা গেল অনুপম খের পুত্রের সঙ্গে। যা দেখে প্রশ্ন উঠেছেন জর্জিয়া কি তবে এখন অভিনেতা সিকন্দর খেরের সঙ্গে সম্পর্কে রয়েছেন? এদিন বার্থডে গার্ল জর্জিয়া পরেছিলেন সোনালি রঙের শর্ট স্কার্ট, পিঠখোলা শর্ট টপ সঙ্গে হুডি ক্যাপ (ঘোমটা জাতীয়)। সঙ্গে পরেছিলেন সোনালি হিল জুতো।
সোশ্যাল মিডিয়ায় উঠে আসা একটা ভিডিয়োতে দেখা যাচ্ছে, জর্জিয়া-সিকন্দর পাপারাৎজি ক্যামেরায় পোজ দেওয়ার জন্য এসেছিলেন। ঠিক তখনই সিকন্দর খের জর্জিয়ার কোমর চেপে ধরেছেন। কিছুটা অপ্রস্তুত জর্জিয়া নিজের হাত সরিয়ে নিয়ে পোশাক ঠিক করছিলেন। তখন হঠাৎই তিনি জর্জিয়ার কপালে চুমু খেয়ে বসেন। সিকন্দর বারবারই জর্জিয়াকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করছিলেন।