বিগত বেশ কয়েকদিন ধরে চলছে জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের মধ্যে সমস্যা। জিতুর বিরুদ্ধে দিতিপ্রিয়া একগুচ্ছ অভিযোগ তুলেছেন, নিজের স্বপক্ষে কথা বলতে গিয়ে কথোপকথনের একাধিক স্ক্রিনশট পোস্ট করেন জিতুও। কিন্তু এর মধ্যেই যেটি সব থেকে বড় প্রশ্ন, সেটি হল চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের ভবিষ্যৎ কী?
একটি ধারাবাহিকের সফলতার দায় যে দুটি মানুষের উপর বর্তায়, তাঁরা হলেন ধারাবাহিকের প্রধান অর্থাৎ মুখ্য দুই চরিত্র। জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ক্ষেত্রেও জিতু এবং দিতিপ্রিয়ার অভিনয় দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সকলে। কিন্তু এই তারকা যুগলের মধ্যে যেভাবে দ্বন্দ্ব তৈরি হয়েছে, তাতে খুব স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন উঠেছে, আগামী দিনে একসঙ্গে তাঁরা অভিনয় করবেন তো?
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
অভিনয় নিয়ে জিতু বরাবরই ভীষণ স্পষ্ট। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে জিতু অভিনয় করবেন কিনা এই প্রশ্ন উঠলেই তিনি বারবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি ব্যক্তিগত সমস্যার জন্য পেশাগত জায়গায় সমস্যা তৈরি করতে চান না। কোনও অবস্থাতেই তিনি ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাবেন না।
এই মর্মে ৮ আগস্ট সকালে একটি পোস্টও করেন অভিনেতা যেখানে তিনি লেখেন, ‘ময়দান ছেড়ে ভীতু, অসৎ এবং মিথ্যেবাদীরা পালিয়ে যায়। আমি পালানোর মানুষ নই। প্রোডিউসার এবং চ্যানেলের প্রতি আমি দায়বদ্ধ, সর্বোপরি দর্শকদের প্রতি দায়বদ্ধ। আমার ওপর যে দোষারোপ করা হয়েছে, সেটা মারাত্মক হলেও আমি পার্সোনালি হ্যান্ডেল করছি। কিন্তু তার জন্য আমি প্রজেক্ট ছেড়ে দেবো না।’
জিতুর কথায় স্পষ্ট হয়ে গিয়েছে যে তিনি কোনওভাবেই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাবেন না। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি কমেন্টের ছবি দেখে দর্শকরা আঁচ করছেন, আগামী দিনে হয়তো অপু চরিত্রে দিতিপ্রিয়ার বদলে অন্য কাউকে দেখতে পারেন দর্শকরা। কিন্তু কেন? কি এমন হল, যার ফলে দর্শকরা ভাবছেন ‘অপর্ণা’ পাল্টে যেতে পারে?
সম্প্রতি সমাজ মাধ্যমের পাতায় দিতিপ্রিয়ার কোনও একটি পোষ্টের নিচে জনৈক ব্যক্তিকে কমেন্ট করতে দেখা যায়। ওই ব্যক্তি অভিনেত্রীর পরিচিত কিনা তা জানা না গেলেও জনৈক ওই ব্যক্তির কমেন্টের জবাব দেন অভিনেত্রী। ওই ব্যক্তি দিতিপ্রিয়াকে উদ্দেশ্য করে লেখেন, ‘তুমি অনেক ভালো কিছু ভিসার্ভ করো। তাই সুযোগ পেলে অবশ্যই সিরিয়াল ছেড়ে বেরিয়ে এসো। তোমার কাজের অভাব হবে না।’

ওই ব্যক্তির কমেন্টের উত্তরে দিতিপ্রিয়া লেখেন, ‘সেই চেষ্টাতেই আছি।’ দিতিপ্রিয়ার এই কথায় একেবারে স্পষ্ট হয়ে যায় যে তিনি আর ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের অংশ থাকতে চাইছেন না। যদিও এই ঘটনাটি যে ঘটবে, তা বোধহয় আগে থেকেই আন্দাজ করেছিলেন জিতু।
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
বিভিন্ন পোস্টে জিতু বারবার বলেছিলেন, যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি দিতিপ্রিয়া ঘটাননি। এর পেছনে অন্য কেউ আছে। অন্য কেউ আসলে কে? দিতিপ্রিয়ার পেশাগত বন্ধু নাকি ব্যক্তিগত জীবনের কেউ? কেন হঠাৎ করে ধারাবাহিক ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন তিনি? কোনওভাবেই কী সমস্যা মিটিয়ে নেওয়া যায় না? পর্দার অপর্না ওরফে দিতিপ্রিয়ার কমেন্ট দেখে এমন হাজারো প্রশ্ন উঁকিঝুঁকি মারছে দর্শকদের মনে।