এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে একটি নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। একজনের বয়স ৪২ তো অন্যজনের ৩৩, একেবারে মেড ফর ইচ আদার। তাঁরা কারা? এই দুই তারকা হলেন ধানুশ এবং ম্রুনাল ঠাকুর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই দুই তারকা যে ভিডিয়োগুলি ছড়িয়ে পড়েছে, তাতে স্পষ্ট বন্ধুত্বের থেকেও বেশি সম্পর্ক তৈরি হয়েছে দুই তারকার মধ্যে।
সম্প্রতি তেরে ইশক মে ছবির কাজ শেষ হওয়ার পর একটি পার্টির আয়োজন করা হয়েছিল। ধানুশ এবং কৃতি স্যানন অভিনীত এই পার্টিতে উপস্থিত থাকতে দেখা যায় ম্রুনালকে, অন্যদিকে অভিনেত্রীর অভিনত ছবি ‘সন অফ সর্দার ২’ ছবি স্পেশাল ট্রেনিংয়ে অংশগ্রহণ করার জন্য চেন্নাই থেকে মুম্বই পাড়ি দিতে দেখা যায় অভিনেতাকে।
তবে পার্টি হোক বা স্পেশাল স্ক্রিনিং, এই দুই অভিনেতা যেভাবে একে অপরের দিকে তাকাচ্ছেন বা হাসছেন তাদের আগামী দিনে এই দুই তারকাকে একটি জুটি হিসাবে দেখা যেতে পারে বলে মনে করছেন ভক্তরা। যদিও এই ব্যাপারে দুই তারকার তরফ থেকেই কোনও মন্তব্য শুনতে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ধানুশ। কিন্তু ১৮ বছরের বিবাহিত জীবন অতিবাহিত করার পর ২০২২ সালে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন তাঁরা। অবশেষে ২০২৪ সালে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এবং নিজেদের পথ আলাদা করেন। এই দম্পতির দুই সন্তান যাত্রা এবং লিঙ্গা।