পুরোনো চাল ভাতে বাড়ে, আর পুরোনো প্রেম? এই প্রশ্নের উত্তর গত কয়েকদিন ধরে খুঁজছেন বাংলার ফিল্মবোদ্ধারা। গত ১৪ই অগস্ট মুক্তি পেয়েছে প্রাক্তন প্রেমিক জুটি দেব-শুভশ্রীর ১০ বছর ধরে বাক্সবন্দি ছবি ধূমকেতু। এক দশক পর রুপোলি পর্দায় ‘দেশু' ম্যাজিক দেখতে মুখিয়ে ছিল ভক্তরা। তবে ৪৪৪৪ দিন পরও যে টলিউডের ‘চ্যালেঞ্জ’ জুটির ম্যাজিক অজর-অমর-অক্ষয় হয়ে থাকবে তা বোধহয় আশা করেননি অনেকেই।
বক্স অফিসের রিপোর্ট কার্ড সব কিন্তুর জবাব। শহর থেকে মফস্বঃল,সিনেমাহল কিংবা মাল্টিপ্লেক্স ধূমকেতুর নামের আগে ঝুলছে হাউসফুল বোর্ড। বাংলা ছবির ইতিহাসে প্রথম দিন সবচেয়ে বেশি টাকা আয় করা ছবি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ধূমকেতু। প্রযোজনা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী মুক্তির প্রথম দিন বক্স অফিসে ২.১৮ কোটি টাকার লক্ষ্মীলাভ করেছে দেব-শুভশ্রী জুটির ছয় নম্বর ছবি। অর্থাৎ তিন দিনে এই ছবির মোট আয় ৭.০৭ কোটি টাকা, এমনটাই জানিয়েছে ছবির যৌথ প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। ফোর্থ ডে-তেও ঝোড়ো ব্যাটিং করেছেন দেব-শুভশ্রী জুটি। রবিবার ধূমকেতুর আয় ২ কোটির আশেপাশে। অর্থাৎ ৫ দিনেই ১০ কোটির দোরগোড়ায় পৌঁছে ফের ইতিহাস রচতে চলেছেন প্রাক্তন জুটি।
এক নজরে ধূমকেতুর অফিসিয়্যাল বক্স অফিস কালেকশন
প্রথম দিন (বৃহস্পতিবার)- ২.১৮ কোটি টাকা
দ্বিতীয় দিন (শুক্রবার)- ৩.০২ কোটি টাকা
তৃতীয় দিন (শনিবার)- ১.৮৭ কোটি টাকা
আরও পড়ুন-ধূমকেতু’ জ্বরে কাঁপছে বাংলা, তার মাঝেই 'ধূমকেতু ২'-এর ঘোষণা? বিশেষ শর্ত দিলেন রানা
বাংলায় 'ধূমকেতু' 'ওয়ার ২' ও 'কুলি'র মতো সিনেমাকেও পিছনে ফেলে দিয়েছে। টিকিটের চাহিদা এতটাই বেশি যে, শো টাইম বাড়াতে হয়েছে হল মালিকদের। সকাল ৯টা থেকে রাত ১০টার শো-তেও উপচে পড়ছে ভিড়, যা বাংলা ছবির ইতিহাসে বিরল বা নজিরবিহীন। ধূমকেতুর দৌড় কোথায় গিয়ে থামবে সেটাই এখন দেখার।
ব্যক্তিগত তিক্ততা, ভাঙা সম্পর্কের ক্ষত ভুলে ধূমকেতুর জন্য এক হয়েছেন দেব-শুভশ্রী। শেষলগ্নে এসে একসঙ্গে প্রচার সেরেছেন হাতে হাত ধরে। এর ফল ‘বড়মা’ হাতেনাতে দিয়েছেন দুজনকেই। ভক্তদের দাবি, ধূমকেতু ২ চাই! ছবির অন্যতম প্রযোজক রানা সরকার আগেই বলেছিলেন ‘ধূমকেতু ৩০ কোটির বেশি ব্যবসা দিলে ‘ধূমকেতু ২’ বানাব।’ সেই স্বপ্ন যে অলীক কল্পনা নয়, তার আভাস মিলেছে। দেব-শুভশ্রী কি সেই ডাকে সাড়া দেবেন? তবে এই জুটিকে ফের বড় পর্দায় ফিরিয়ে আনতে টলিউডের বাকি প্রযোজকরাও যে মরিয়া হয়ে উঠবেন তা বলাই যায়।