আগামী ২৬ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাবে ‘দেবী চৌধুরানী’। ইতিমধ্যেই ছবিটির টিজার মুক্তি পেয়েছে, যা দেখে মন্ত্রমুগ্ধ হয়েছিলেন দর্শকরা। এবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার।
ট্রেলার প্রসঙ্গে
একজন সাধারণ গৃহবধূ, যে কিনা স্বামীর সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে এসেছিল শশুরবাড়ি। সেই গৃহবধূ প্রফুল্লকে যখন শশুর ঘর ছাড়তে হয়, যখন সমাজের প্রশ্নের সম্মুখীন হতে হয়, ঠিক তখনই ভাগ্য তাঁকে দাড় করায় ভবানী পাঠকের সামনে। গুরুর কাছে নিজেকে সঁপে দিয়ে ধীরে ধীরে নিজেকে করে তোলে এক যোদ্ধা।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
১৭৭০ খ্রিস্টাব্দে যখন ব্রিটিশদের অত্যাচারে উত্তপ্ত ভারতবাসী, ঠিক তখনই দেশবাসীকে রক্ষা করার জন্য ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী হাতে তুলে নেন অস্ত্র। সেই সময় জাতিভেদ ভুলে একসঙ্গে সকলে মিলে ইংরেজদের বিরুদ্ধে তুলেছিলেন আওয়াজ।
সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে তৈরি হওয়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘দেবী চৌধুরানী’ উপন্যাস অবলম্বনে তৈরি হওয়া এই সিনেমা দেখে আরও একবার আপনার গায়ে কাঁটা দেবে। আবারও মনে করাবে, নারী শক্তি যদি চায় তাহলে পৃথিবীর যে কোনও অসাধ্যকে সাধন করতে পারে সে।
প্রসেনজিৎ এবং শ্রাবন্তী ছাড়া বিশেষভাবে নজর কেড়েছেন কিঞ্জল নন্দ। প্রফুল্লর শশুরের ভূমিকা অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী। চিরকালের মতো দাপুটে চরিত্রে তিনি অসাধারণ। প্রফুল্লর সতীনের ভূমিকায় অভিনয় করেছেন দর্শনা বণিক, রঙ্গরাজ চরিত্রে অর্জুন চক্রবর্তী এবং নিশি চরিত্রে বিবৃতি চট্টোপাধ্যায়কে দেখে মুগ্ধ দর্শকরা।
শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবির কোরিওগ্রাফার প্রদ্যুম্ন কুমার সাঁই এবং মোহন দাস। উত্তর কলকাতা থেকে বীরভূম, পুরুলিয়া থেকে বিহারের বিভিন্ন জায়গায় হয়েছে এই ছবির শ্যুটিং। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
ইতিমধ্যেই কান চলচ্চিত্র উৎসবে ‘দেবী চৌধুরানী’ ছবির মোশন পোস্টার প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, ছবির টিজার মুক্তি পেয়েছে নিউ ইয়র্ক এর টাইমস স্কোয়ারে। এই মুহূর্তে ‘দেবী চৌধুরানী’ ছবির গোটা টিম ব্যস্ত ছবির প্রচার নিয়ে। হাতে আর বেশি সময় নেই, তাই ছবির প্রচার নিয়ে এখন বেজায় ব্যস্ত কলাকুশলীরা।