পুজো মানে রাত জেগে আড্ডা, প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখা, জমিয়ে খাওয়া দাওয়া আর পুজোর সিনেমা। এবছরও পুজোয় বেশ কিছু বাংলা ছবি মুক্তি পেয়েছে। তাঁর মধ্যে অন্যতম হল দেবের ‘রঘু ডাকাত’। এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। আর তার প্রভাব দেখা গিয়েছিল অ্যাডভান্স বুকিংয়ে। কিন্তু এই মধ্যেই হঠাৎ করে এই ছবি নিয়ে সমাজমাধ্যম তথা গণমাধ্যমে নানা নেতিবাচকতা ছড়িয়ে পড়ে। আর এবার তা নিয়ে সরব হলে অভিনেতা দেব ও প্রযোজনা সংস্থা এফভিএফ।
আরও পড়ুন: ছোট পর্দায় ফিরছে 'গাঁটছড়া' জুটি গৌরব-শোলাঙ্কি! প্রকাশ্যে 'এলা ও গোরার গল্প' ধারাবাহিকের প্রথম প্রোমো
সমাজমাধ্যমে একাংশকে বলতে দেখা যাচ্ছে নায়ক ও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে দর্শকরা হল ভরিয়ে এই ছবি দেখছেন, তা আদতে খুব একটা সত্যি নয়। তাঁদের কড়া জবাব দিতেই ষষ্ঠীর রাতে হলের মধ্যকার বেশ কিছু ছবি দেওয়া পোস্ট শেয়ার করেন দেব। দেখা যায় প্রেক্ষাগৃহে ভর্তি দর্শক। তাঁরা সকলেই এসেছেন রঘু ডাকাত দেখতে।
আরও পড়ুন: 'কখনও আলাদা করে…', পুজো প্রেম নিয়ে যা বললে 'কথাগ্নি' সুস্মিতা-সাহেব
এই ছবিগুলি পোস্ট করে সেখানে ক্যাপশনে লেখা হয়, ‘শেওড়াফুলি আর তারকেশ্বর – দুই হলেই হাউসফুলের হাওয়া! গুজবে কান না দিয়ে ছবিতে দেখুন আমাদের দু’টি প্রেক্ষাগৃহের আসল দৃশ্য। বছরের সবচেয়ে বড় বাংলা সিনেমা #RaghuDakat চলছে জেলার সেরা সিনেমা হলে। আমাদের অভিজ্ঞতায় জানি সপ্তমী থেকে বক্স অফিস জমে ওঠে, কারণ তার আগে সবাই শপিং আর প্রথম প্যান্ডেল হপিংয়ে ব্যস্ত থাকে। তবুও #RaghuDakat পঞ্চমী থেকেই ঝড় তুলছে, শুধু শেওড়াফুলি নয়, নতুন খোলা তারকেশ্বর প্রেক্ষাগৃহেও! আসুন, গুজব নয়, ছবিই প্রমাণ – বাংলার সেরা সিনেমা উপভোগ করুন জেলার সেরা হলে।’
আরও পড়ুন: ‘শক্রু’ পাকিস্তানকে বধ! এশিয়া কাপ জয়ের পর শাহিনদের খিল্লি ওড়ালেন অমিতাভ বচ্চন
অন্যদিকে BookMyShow-এর মতো টিকিটিং প্ল্যাটফর্মগুলিতে এই একই ছবি ফুটে উঠেছে। গত ২৪ ঘন্টায় ১৯.৮৪ হাজার টিকিট বুকিং হয়েছে, অন্যান্য ছবির ক্ষেত্রে তা ১০-১১ হাজার কিছু ক্ষেত্রে তার কমও আছে।
আরও পড়ুন: বাড়িতে ছিল না বাবা-মা, আগুনে পুড়ে মৃত ৮ বছরের শিশু অভিনেতা বীর শর্মা! মৃত্য়ু হয়েছে দাদারও