বাংলার বক্সঅফিস জুড়ে 'ধূমকেতু' ঝড়। বাংলার সিনে-প্রেমিরা চুটিয়ে উপভোগ করছেন দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। ১৪ অগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি। তবে ছবি মুক্তির আগে থেকেই অ্যাডভান্স বুকিং ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনে প্রায় ২ কোটির বেশি আয় হয়েছিল। এবার নির্মাতাদের পক্ষ থেকে প্রকাশ্যে এল দ্বিতীয় দিনের হল আয়।
আরও পড়ুন: তেরঙা পোশাকে তৃণা! জাতীয় পতাকা হাতে দেব-নুসরত, দেখে নিন টলিপাড়ার স্বাধীনতা দিবস উদযাপন
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে অভিনব উদ্যোগ শার্লির! 'জীবনের আসল মর্ম…', বউয়ের প্রশংসায় পঞ্চমুখ অভিষেক
দ্বিতীয় দিনে বক্স অফিসে কত আয় করেছে দেব-শুভশ্রীর 'ধূমকেতু'?
প্রথম দিনেই রীতিমতো বাজিমাত করেছিল 'ধূমকেতু'। কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল বাংলা সিনেমার বক্স অফিসে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং দেব দু'জনেই একটি ছবি শেয়ার করে সকলকে জানিয়েছেন, প্রথম দিনেই ২.১০ কোটি টাকা আয় করেছে ধূমকেতু। আর এবার নির্মাতাদের পক্ষ থেকে সামনে আনা হল দ্বিতীয় দিনের আয়। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে দ্বিতীয় দিন অর্থাৎ ১৫ অগস্ট মানে ছুটির দিনে ছবিটি প্রায় ৩.০২ কোটি টাকা আয় করেছে।
আরও পড়ুন: স্ত্রী ইউনিভার্সের নতুন ছবি ‘থামা’ আসছে দীপাবলীতে! আয়ুষ্মানের সিনেমা নিয়ে বড় ঘোষণা
আরও পড়ুন: দেব-শুভশ্রী এক হতেই মিমের বন্যা, ‘দেবকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না…’, যা বললেন রুক্মিণী
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, শুধু ১৫ অগস্ট নয়, ১৬ এবং ১৭ অগস্ট শনি ও রবিবার। ফলে অনেকেরই ছুটি থাকবে। অনেকে আবার পরপর দু'দিন ছুটি পাবেন। ফলে প্রথম সপ্তাহেই ধূমকেতুর বক্স অফিস কালেকশন যে লাফিয়ে লাফিয়ে বাড়বে তা তো বলাই বাহুল্য।