৭৯ তম স্বাধীনতা দিবসে সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় দেশভক্তি মূলক পোস্ট দেখতে পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, সকলেই রয়েছেন এই তালিকায়। তবে এই দিনটিতে কেবল পোস্ট নয়, অভিনব এক উদ্যোগ নিলেন টলিপাড়ার নতুন দম্পতি শার্লি মোদক এবং অভিষেক বসু।
আরও পড়ুন: স্ত্রী ইউনিভার্সের নতুন ছবি ‘থামা’ আসছে দিপাবলীতে! আয়ুষ্মানের সিনেমা নিয়ে বড় ঘোষণা
তাঁরা একটি ভিডিয়ো পোস্ট করেছেন শুক্রবার তাঁদের সমাজমাধ্যমের পাতায়। সেখানে দেখা গিয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কিছু অভুক্ত মানুষের হাতে খাবার তুলে দিচ্ছেন তাঁরা। ভিডিয়োয় লাল-সাদা কুর্তা ও লাল পালাজো প্যান্টে হালকা সাজে ধরা দিয়েছিলেন নায়িকা। অন্যদিকে, অফ হোয়াইট রঙের কুর্তা ও জিন্সে দেখা মিলে ছিল অভিষেকের।
ভিডিয়োটি পোস্ট করে শার্লি লেখেন, ‘তাঁরা আমাদের নিঃস্বার্থ ভাবে ভালোবাসে, তাঁরা আমাদের দিকে তাকিয়ে অকারণে হাসে, কিন্তু আমরা তাঁদের জন্য কী করতে পারি?! আমরা খুব ছোট, কিন্তু... আমরা সকলেই খুব বড় কিছু করতে সক্ষম, ছোট পদক্ষেপগুলি বিশাল পার্থক্য আনতে পারে, কারণ এই ধরনের কোনও পদক্ষেপ, তা যত ছোটই হোক না কেন, কখনও বিফল যায় না... আমরা সকলেই অনায়াসে সেবা করতে পারি... আমাদের যা দরকার তা হল ইচ্ছাশক্তি, ধন্যবাদ। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমি একজন ভারতীয় হতে পেরে গর্বিত।’
নায়িকার শেয়ার করা এই ভিডিয়োয় তাঁর স্বামী অভিনেতা অভিষেক বসু কমেন্টও করেন। তিনি লেখেন, 'তুমি আমাকে অনেক ভাবে স্বর্গের অনুভূতি দিচ্ছ @sharly_modak, তোমার সঙ্গে আমি পৃথিবীতে থাকার সত্যিকারের সুখ পেয়েছি। তোমার সঙ্গে আমি মানব জীবনের আসল মর্ম উপলব্ধি করছি, আমার শিশু থেকে আমার অভিভাবক আমার 'কৃষ্ণ' হয়ে ওঠো… ঈশ্বর তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ আমার স্ত্রী।'
প্রসঙ্গত, চলতি বছরের ২৯ এপ্রিল সই সাবুদ করে চার হাত এক হয়েছে তাঁদের। আইনি মতে এক হন অভিষেক বসু এবং শার্লি মোদক। ফুলকি-র সেটেই, প্রেম জমে ক্ষীর হয়েছিল দু'জনের। সকালে হয় আশীর্বাদ ও বৃদ্ধি। আর রাতে আইনি কাগজে সইসাবুদ করেন তাঁরা। অগ্নিসাক্ষী রেখে সাতপাক ঘোরা, অথবা কন্যাদানের মতো সামাজিক নিয়ম পালন করা না হলেও, রেজিস্ট্রির পর শার্লির সিঁথি সিঁদুরে রাঙিয়ে দিয়েছিলেন অভিষেক।