অ্যাকশন ড্রামা নিয়ে ফিরছেন আফরান নিশো! একেবারে লুকে অন্য লুকে 'দাগি'তে নজর কাড়তে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল ছবির টিজার ও মুক্তির দিনক্ষণ। এবার প্রকাশ্যে ছবির রোম্যান্টিক গান ‘একটুখানি মন’।
অবশেষ মুক্তি পেল নিশো-তমা জুটির 'দাগি'র মন ভালো করে দেওয়া গান ‘একটুখানি মন’। ‘নিশান’ এবং ‘জেরিন’-এর কাছে আসার গল্প ফুটে উঠেছে এই গানে। গানটি গেয়েছেন তাহসান খান এবং মাশা ইসলাম। গানটির সুরকার সাজিদ সরকার। সুন্দর এই মিষ্টি গানের কথা লিখেছেন কবি তথা ঔপন্যাসিক সাদাত হোসেন।
আরও পড়ুন: ‘ছোটো একটি শহর থেকে এক আকাশ স্বপ্ন বুকে বেঁধে পাড়ি দিয়েছিলাম এই বিরাট নগরীতে…’ অদিতির জন্য আবেগঘন শ্রুতি
গানটি প্রসঙ্গে গীতিকার সাদাত হোসেন বলেন, ‘আমি সাধারণত কবিতা লিখি, যা পরে গানে রূপান্তরিত হয়। এবার, আমি শব্দের মধ্যে প্রশান্তির অনুভূতি সঞ্চার করতে চেয়েছিলাম, এক সম্মোহনী টান তৈরি করতে চেয়েছিলাম।’
অন্যদিকে, গায়িকা মাশা ইসলামও গানটি নিয়ে যথেষ্ঠ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘যখন আমাকে এই গানটি গাওয়ার জন্য বলা হয়, আমি প্রথমে সুরের প্রেমে পড়ে গিয়েছিলাম।’
আরও পড়ুন: 'যদি আবার' গেয়ে পেয়েছিলেন খোদ অরিজিৎ সিং-এর প্রশংসা, হঠাৎ 'প্যারালাইজড' ২৭ বছরের অ্যাঞ্জেল
সাজিদ সরকার বলেন, ‘আমরা একটা সুন্দর রোমান্টিক ট্র্যাক তৈরি করতে চেয়েছিলাম। সাদাত হোসেন দুর্দান্ত ভাবে গানটা লিখে সেই কাজ আরও খানিকটা সহজ করে দিয়েছেন। শব্দের নিজস্ব আবেগ রয়েছে, আমার কাজ ছিল শ্রোতাদের মধ্যে সেগুলিকে আরও বেশি মগ্ন করে তোলা। এটা কেবল গানের বিষয়ে ছিল না। এটা সুরকে ছবির সঙ্গে মিশে যেতে সাহায্য করেছে।’
এই ছবি প্রতিশোধ ও ভাগ্যের বিরম্বনার গল্প বলবে। বলবে দেওয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়ানোর গল্প। এসভিএফ, আলফা-আই এবং চরকি প্রযোজিত, শিহাব শাহীন পরিচালত এই ছবি চলতি বছরের ঈদে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। ‘দাগি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আফরান নিশো, তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার সহ আরও অনেকে।