অভিনেত্রী অবনীত কৌর, যিনি বর্তমানে তাঁর ইন্টারন্যাশনাল সিনেমা ‘লাভ ইন ভিয়েতনাম’ প্রচার করছেন, তাঁর ছবিতে বিরাট কোহলির লাইক করার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন।
‘লাভ ইন ভিয়েতনাম’ সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে, অবনীতকে জিজ্ঞাসা করা হয়, বড় বড় তারকাদের তাঁকে নিয়ে প্রশংসা করার ব্যাপারে! যা আসলে পরোক্ষভাবে কোহলির সাম্প্রতিক ‘লাইক’ এর দিকে ইঙ্গিত করে, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
আর অবনীত এই প্রশ্নের জবাবে উত্তর দেন, ‘আসুক এভাবে ভালোবাসা… আর কী বা বলব আমি!’
সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠেছিল যখন কিছু নেটিজেন খুঁজে বের করেন অবনীত কৌরের একটি সেক্সি ফোটোতে লাইক করেছেন বিরাট কোহলি। যেখানে টিনসেল টাউনের এই হটবম্ব লাইম গ্রিন ক্রপ টপ এবং প্রিন্টেড মিনি স্কার্ট পরেছিলেন। তবে এমন পোস্টে বিরাটের লাইক পড়তেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। এমনকী, মিম ও ট্রোলিংয়ের মুখেও পড়তে হয় অনুষ্কার বরকে।
এমনকী, বিরাট-অনুষ্কার সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলতে শুরু করে কিছু কটাক্ষকারী। অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে মুখ খুলতে একপ্রকার বাধ্য হন বিরাট। ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘আমি স্পষ্ট করে দিতে চাই, আমার ফিড পরিষ্কার করার সময় ভুলবশত কোনও ইন্টাব়্যাকসন রেজিস্টার হয়ে গিয়েছে। খুব সম্ভবত এটা অ্যালগরিদমের কারণে হয়েছে। এর পিছনে আমার কোনও উদ্দেশ্য ছিল না। আমি অনুরোধ করছি যে এসব নিয়ে অযথা কোনও গল্প বানানো বন্ধ হোক। আমার কথা বোঝার জন্য ধন্যবাদ।’
তবে এরপর দেখা যায় যে, অবনীতের এই পোস্টে বিরাটের ‘ভুলবশক লাইক’ শাপে বর হয়। ১০ লক্ষেরও বেশি নতুন ফলোয়ার্স পান তিনি। শুধু তাই নয়, রিপোর্ট বলছে এই ঘটনার পর ১২টি নতুন ব্র্যান্ড ডিল সাইন করেছেন এবং তাঁর ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ৩০ শতাংশ।