
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
২০২৩ এর একদম শেষে ২৪ ডিসেম্বর সুরা খানের সঙ্গে নিকাহ পড়েন আরবাজ খান। পরিবার, আত্মীয়দের উপস্থিতিতে এই জনপ্রিয় মেকআপ আর্টিস্টের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেন তিনি। বোন অর্পিতা খানের বাড়িতে বসেছিল সেই বিয়ের অনুষ্ঠান। কিন্তু তাঁদের বিয়ের কদিন আগেই নিজেদের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা জর্জিয়া আন্দ্রিয়ানি। কিন্তু বিষয়টা মোটেই ভালো ভাবে নেননি অভিনেতা। উল্টে তিনি প্রাক্তনের করা এই কথাগুলোকে মিথ্যে এবং অসত্য বলেই দাবি করেন।
জর্জিয়ার সঙ্গে বিচ্ছেদ, তারপর তাঁর বক্তব্য সহ সব কিছু নিয়ে মুখ খুললেন আরবাজ। জানালেন সুরার সঙ্গে দেখা হওয়ার প্রায় দুই বছর আগেই তাঁর আগের সম্পর্ক চুকেবুকে গিয়েছিল। জর্জিয়া জানিয়েছিলেন তাঁদের মধ্যে শেষ পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু আরবাজ জানালেন সেটা ঠিক নয়। জর্জিয়া তাঁর সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তাঁরা দুজনেই মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়েছেন আলাদা হওয়ার, তাঁদের ভবিষৎ পরিকল্পনা এবং জীবনদর্শন মেলে না, তাই তাঁরা আলাদা হয়েছেন।
আরও পড়ুন: নেপোটিজম বিতর্কে দর্শকদের ঘাড়েই দায় চাপালেন সইফ! বললেন, 'আমরা নই, জনগণই তো স্টার কিড...'
কিন্তু এবার সেসব কথাকে নস্যাৎ করে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে আরবাজ জানিয়েছেন, 'এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাকে এখানে বসে আমার প্রাক্তন সম্পর্ক নিয়ে সাফাই দিতে হচ্ছে। সুরার সঙ্গে দেখা হওয়ার প্রায় দেড় বছর আগে আমার আগের সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। ওঁর সঙ্গে এক বছর প্রেম করেছি। আমি ওই দেড় বছর কারও সঙ্গে কোনও সম্পর্কে ছিলাম না। এটাই বাস্তব।'
তিনি আরও জানান জর্জিয়ার উচিত হয়নি এই বিষয়ে এভাবে পাবলিকলি আলোচনা করা, তাঁর আরও সঞ্জয় হওয়া উচিত ছিল বলেই দাবি করেন আরবাজ। তাঁর বিয়ের ঠিক আগে বা পরে তাঁর আগের সম্পর্ক নিয়ে এভাবে কথা বলাটা ঠিক নয় বলেও জানান।
আরও পড়ুন: 'পুরোটাই ক্ষমতার নেশা', রাজনীতি ছাড়ার জল্পনার মাঝে ভাইরাল পুরনো ভিডিয়ো, দলবদলুদের নিয়ে কী বললেন দেব?
আরবাজ এদিন আরও জানান, 'আমি অনেকদিন ধরে সুযোগ খুঁজছিলাম এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। আপনি যখন অন্য কারও বিষয়ে কথা বলছেন তখন আপনার আরও বেশি সংযত, কেয়ারফুল হওয়া উচিত ছিল।'
আরবাজ খান প্রথম মালাইকা আরোরা খানকে বিয়ে করেছিলেন। কিন্তু ২০১৭ সালে তাঁদের সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর ২০২৩ সালে তিনি বিয়ে করেন সুরা খানকে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports