একজনের বয়স ৫৭, আরেকজনের বয়স ৩৫। হ্যাঁ, আরবাজ খান ও সুরা খানের মধ্যে বয়সের পার্থক্য ২২ বছরের। তবু এখনও পর্যন্ত সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন বলিপাড়ার এই দম্পতি। সুরার কথায়, ‘বয়স তো শুধুই একটা সংখ্যা মাত্র। আরবাজের মধ্যে সবথেকে ভালো বিষয়টা হল আরবাজ ভালোবাসতে জানেন, সম্মান করতে জানেন।’