বাংলা নিউজ > বায়োস্কোপ > Animal Box Office: ডাঙ্কি-সালারের দাপটের মাঝেও 'ক্রিজে' টিকে অ্যানিম্যাল, ২৪ তম দিনে ২.৭৭ কোটি ঘরে তুলল রণবীর ছবি
পরবর্তী খবর
Animal Box Office: ডাঙ্কি-সালারের দাপটের মাঝেও 'ক্রিজে' টিকে অ্যানিম্যাল, ২৪ তম দিনে ২.৭৭ কোটি ঘরে তুলল রণবীর ছবি
1 মিনিটে পড়ুন Updated: 25 Dec 2023, 12:36 PM ISTSubhasmita Kanji
Animal Box Office Collection: বক্স অফিসে এখন ডাঙ্কি আর সালারের দাপট, তার মাঝেও টুকটুক করে ভালোই ব্যবসা করে চলেছে অ্যানিম্যাল। ২৪ তম দিন বক্স অফিসে কত আয় করল রণবীরের ছবি?
বক্স অফিস জুড়ে এখন কেবলই ডাঙ্কি এবং সালারের দাপট। খানিকটা ব্যাকফুটে রণবীরের অ্যানিম্যাল। তবুও মোটের উপর ভালোই আয় করে চলেছে এই ছবি। চতুর্থ রবিবারেও ভারতীয় বক্স অফিসে ২.৭৭ কোটি টাকা আয় করেছে রণবীরের ছবি।
অ্যানিম্যাল ছবির বক্স অফিস
সচনিল্কের একটি রিপোর্টে জানানো হয়েছে অ্যানিম্যাল ২৪ তম দিনে এসেও বক্স অফিসে দাপট বজায় রেখেছে। এদিন এই ছবি ২.৭৭ কোটি টাকা আয় করেছে। হ্যাঁ ডাঙ্কি এবং সালারের মুক্তির পরেও এতটা ভালো আয় করছে এই ছবি।
রণবীর কাপুর অভিনীত অ্যানিম্যাল ছবিটির মোট আয় এখন গিয়ে দাঁড়িয়েছে ৫৩৭.২ কোটি টাকায়। এটা ভারতীয় বক্স অফিসের রেজাল্ট। ছবিটি মুক্তি পাওয়ার পর যতই বিতর্ক উসকে যাক না কেন বক্স অফিসে তার প্রভাব একেবারেই পড়েনি। বরং উল্টে ভালো আয় করেছে।