রবিবার ইনস্টাগ্রামে এসে হাউ হাউ করে কাঁদতে দেখা যায় বাবিল খানকে। সেই ভিডিয়োতে বলিউড নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন ইরফান-পুত্র। বাবিলের অসম্পূর্ণ ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি বেশ কিছু বলি তারকার নামও নিয়েছিলেন। তার মধ্যে ছিলেন অনন্যা পান্ডের নামও। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অনন্যা।
অনন্যা পান্ডে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘শুধুমাত্র ভালোবাসা এবং একরাশ শুভ শক্তি তোমার জন্য বাবিল। সব সময় তোমার পাশে আছি।’ নায়িকা তাঁর ইনস্টাগ্রামে বাবিলের বার্তাটি আবার শেয়ারও করেন। সেখানে বাবিল একটা অংশে লিখেছিলেন, ‘অনেক ধন্যবাদ। ভিডিয়োটার অত্যন্ত ভুল ব্যাখ্যা করা হয়েছে, আমি অনন্যা, শানায়া কাপুর, গৌরব আদর্শ, অর্জুন কাপুর, রাঘব জুয়াল এবং অরিজিৎ সিংদের সমর্থন করার চেষ্টা করেছিলাম।’
আরও পড়ুন: কাঁধে ব্যাগ, মা শুভশ্রীর কোলে চড়ে স্কুলে গেল ছোট্ট ইয়ালিনি! কোন স্কুলে ভর্তি হল রাজ-কন্যা?
সিদ্ধান্ত চতুর্বেদীও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে বাবিলের একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি ইতিহাস লিখতে চাই, বই নয়।’ বাবিল তা আবার পোস্ট করে লেখেন, ‘আমি তোমাকে ভালোবাসি, ভাই।’
সিদ্ধান্ত বাবিলকে সমর্থন করে একটি দীর্ঘ বার্তা দেন । তিনি বলেন, ‘আমি সাধারণত আমার এবং আমার সহকর্মীদের সম্পর্কে লেখা খারাপ মন্তব্যগুলি নিয়ে মাথা ঘামাই না, কারণ তা ব্যক্তিগত। তাই সমস্ত রেডিটর, গসিপ কলাম এবং ইন্টারনেটের মিডিয়া পোর্টালের কাছে আমার একটাই দাবি, এবার থামুন। আমরা ঘৃণা করতে ভালোবাসি এবং ভালোবাসাকে ঘৃণা করি, আমরা কি এই পর্যায়ে এসে পৌঁছেছি? এখানে নাটক খোঁজা বন্ধ করুন। আমরা সকলেই পর্দায় নাটকীয়তা নিয়ে আসার জন্য কঠোর পরিশ্রম করছি।’
আরও পড়ুন: 'ইন্ডিয়ান আইডল' খ্যাত পবনদীপ রাজন গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত! অবস্থা বিপজ্জনক
রবিবার বাবিলকে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কয়েকটি স্টোরি শেয়ার করতে দেখা যায়। সেখানে তাঁকে কান্নাকাটি করতেও দেখা যায়। ভিডিয়োয় তিনি বেশ কয়েকজন অভিনেতার নাম উল্লেখ করেন। বলিউডের অংশ হওয়া যে কতটা চাপ এবং চ্যালেঞ্জের তা নিয়ে কথা বলেন। পরে তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিছুক্ষণের জন্য নিষ্ক্রিয়ও করে দেন। রবিবার তাঁর পরিবার এবং তাঁর টিম একটি বিবৃতি প্রকাশ করে।
সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘গত কয়েক বছর ধরে, বাবিল খান তাঁর কাজ ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে তার খোলামেলা বক্তব্যের জন্য প্রচুর ভালোবাসা এবং প্রশংসা অর্জন করেছেন। অন্য যে কারও মতো, বাবিলকেও কঠিন দিনগুলি কাটাতে হয়েছে। আমরা ওঁর সমস্ত শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করতে চাই যে সে নিরাপদে আছে। শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।’