ইন্ডিয়ান আইডল সিজন ১২-এর বিজয়ী গায়ক পবনদীপ রাজন সোমবার ৫ মে ভোরে আহমেদাবাদে একটি গুরুতর গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এদিন প্রায় ভোর ৩টে বেজে ৪০ মিনিটে অ্যাক্সিডেন্টটি ঘটেছে বলে জানা গিয়েছে। এই অ্যাক্সিডেন্টে গায়ক গুরুতর ভাবে আহত হন। ইতিমধ্যেই তাঁর চিকিৎসার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: কাঁধে ব্যাগ, মা শুভশ্রীর কোলে চড়ে স্কুলে গেল ছোট্ট ইয়ালিনি! কোন স্কুলে ভর্তি হল রাজ-কন্যা?
ভিডিয়োয় পবনদীপকে গুরুত্বর আহত অবস্থায় দেখা গিয়েছে। তাঁর বাঁ পায়ের ও ডান হাতে আঘাতের কিছু অংশও দেখা গিয়েছে ওই ভিডিয়োয়। গায়কের ওই ভিডিয়ো দেখে খুব স্বাভাবিক ভাবেই দেশের জুড়ে তাঁর ভক্তরা উদ্বিগ্ন। সকলেই সোশ্যাল মিডিয়ায় পবনদীপের দ্রুত আরোগ্য কামনা করছেন। তবে দুর্ঘটনার কারণ এবং তাঁর বর্তমান অবস্থা সম্পর্কে এখনও সে ভাবে কিছু জানা যায়নি। তবে ভিডিয়োয় যতটুকু দেখা গিয়েছে তাতে বোঝা যাচ্ছে গায়কের শারীরিক অবস্থা বর্তমানে বেশ গুরুত্বর।
আরও পড়ুন: ‘রাণী রাসমণি’র পর জি বাংলায় আসছে ‘রাণী ভবানী’র গল্প! নায়িকা কে জানেন?
প্রসঙ্গত, পবনদীপ রাজন ইন্ডিয়ান আইডল সিজন ১২-এ সব দর্শকদের তাঁর গানে মাতিয়ে রেখেছিল। সিজন শেষে তিনি সেরার খেতাবও জিতেছিলেন। তার প্রাণোচ্ছ্বল গান, উদার কন্ঠস্বর, যে কোনও ধারার গান সাবলীল ছন্দে গাওয়ার ক্ষমতা সকলকে অবাক করেছিল। তিনি পাঁচজন কঠিন প্রতিদ্বন্দ্বী ফাইনালিস্ট অরুণিতা কাঞ্জিলাল, মহম্মদ দানিশ, সায়লি কাম্বলে, নিহাল টাউরো, এবং শানমুখা প্রিয়ার সঙ্গে জোর টক্কর দিয়ে জয়ের হাসি হেসে ছিলেন। পুরস্কার হিসেবে একটি গাড়ি এবং নগদ ২৫ লাখ টাকাও জিতে ছিলেন।
আরও পড়ুন: কন্নড় ফিল্ম ইন্ড্রাস্টিতে নিষিদ্ধ হতে পারেন সোনু নিগম? মেগা মিটিংয়েই হবে ভাগ্য নির্ধারণ
উত্তরাখণ্ড রাজ্যের চম্পাবত জেলার ছেলে পবনদীপ। তাঁর পরিবারের শিকড় সঙ্গীতের সঙ্গে জড়িয়ে। তাঁর মা সরোজ রাজন, বাবা সুরেশ রাজন এবং বোন জ্যোতিদীপ রাজন বিখ্যাত কুমাওনি লোকসঙ্গীতশিল্পী। পবনদীপ মাত্র ২ বছর বয়সে সর্বকনিষ্ঠ তবলা বাদকের পুরস্কারও জিতেছিলেন।
ইন্ডিয়ান আইডল জেতার আগে, পবনদীপ ২০১৫ সালে ‘দ্য ভয়েস ইন্ডিয়া’ জিতে ছিলেন। সেখানে তিনি গায়ক শানের দলের একজন প্রতিযোগী ছিলেন। ‘দ্য ভয়েস ইন্ডিয়া’ জিতে ৫০ লক্ষ টাকা পুরস্কার এবং একটি গাড়ি পুরস্কার হিসেবে পেয়েছিলেন গায়ক।