সম্প্রতি এক কনসার্টে গায়ক সোনু নিগমের করা একটি মক্তব্য বিতর্কের জন্ম দেয়। একটি ভিডিয়োয় দেখা যায়, বেঙ্গালুরুর এক কনসার্টে একজন তাঁকে কন্নড় ভাষায় গান করতে বললেন সোনু পহেলগাঁওয়ের প্রসঙ্গ টেনে এনে তাঁকে তিরস্কার করেন। এই ঘটনার জেরে গায়কের নামে পুলিশ কেসও করে একটি কন্নড়পন্থী সংগঠন। যদিও গায়ক কেন এমন মন্তব্য করেছেন তা তিনি স্পষ্ট করেন, তবুও একটি নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, কন্নড় ইন্ড্রাস্টি থেকে নাকি সঙ্গীত শিল্পীকে ব্যান করা হতে পারে।
আরও পড়ুন: নাম বুলেট সরোজিনী, এদিকে বাইক চালাতেই পারেন না দিয়া! কীভাবে হচ্ছে কাজ, মুখ খুললেন HT Bangla-তে
নিউজ ১৮ জানিয়েছে যে, কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স সোমবার (৫ মে) বেঙ্গালুরুতে একটি সভার আয়োজন করেছে, যেখানে সঙ্গীত পরিচালক সমিতি, পরিচালক সমিতি এবং প্রযোজক সমিতি-সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন। প্রতিবেদন অনুসারে, ওই বৈঠকের একটি এজেন্ডা হল ভবিষ্যতের যা যা কাজ কন্নড় চলচ্চিত্র জগতে হতে চলেছে সেই সব কাজে যদি সোনু নিগমকে জড়িত থাকেন, তবে তাঁকে তা থেকে বিরত রাখা। সম্ভাবনা এটা নিয়েই আলোচনা হবে। প্রতিবেদনে বলা হয়েছে যে তাঁর সম্প্রতিক বক্তব্য এবং এর বিতর্কের পর, 'কন্নড় ফিল্ম ইন্ড্রাস্টি থেকে সোনু নিগমকে বাদ দেওয়া হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে যে বিশিষ্ট কন্নড় সুরকার সাধু কোকিলা, হরিকৃষ্ণ, অর্জুন জানায়া এবং ধর্ম বিশেরও এই সভায় যোগ দিতে পারেন। গায়কের এই মন্তব্যে পুরো ইন্ড্রাস্টি বেশ হতাশ হয়েছে।
আরও পড়ুন: ফের নতুন মেগায় মুখ্য চরিত্রে দেখা মিলবে দীপান্বিতার? ছবি প্রকাশ্যে আসতেই মুখ খুললেন অভিনেত্রী
সেদিন কী ঘটে ছিল?
বেঙ্গালুরুর বীরনগরের একটি কলেজে ২৫ এপ্রিল আয়োজিত একটি সঙ্গীত অনুষ্ঠানে সোনু নিগম এই বিতর্কিত মন্তব্যটি করেন। তাঁর ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়। তার পর এক কন্নড়পন্থী সংগঠন তাঁর বিরুদ্ধে বেঙ্গালুরুর আভালাহাল্লি থানায় এফআইআর দায়ের করে। ভিডিয়োতে দেখা যায় সোনু নিগমকে একজন ভক্ত কন্নড় ভাষায় একটি গান গাওয়ার জন্য রীতিমতো তাঁকে হুমকি দিচ্ছে। তিনি এই আচরণকে ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, 'কন্নড়, কন্নড়, কন্নড়, সেই কারণেই পহেলগাঁওয়ে ওই দুর্ঘটনাটি ঘটেছে।’
পরে সোনু তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়ে একটি ভিডিয়ো প্রকাশ করেন। তাঁর ইনস্টাগ্রামে তিনি বলেন, অনুষ্ঠানে কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য ছেলেদের একটি ছোট দল তাঁকে "হুমকি" দিয়েছিল। তিনি এই বিষয়টা মোটেও জেনারালাইজ করেননি বা কয়েকজনের কর্মকাণ্ডের জন্য পুরো সম্প্রদায়কে দায়ী করেননি। তাই তাঁর বক্তব্যকে যেন ভূল ভাবে নেওয়া না হয় তার জন্য অনুরোধ করেন তিনি।