এদিন একটি ভিডিয়ো পোস্ট করেন অলিভিয়া সরকার, সেখানেই দেখা গেল সবটা। ঠোঁট ফেটে রক্তারক্তি কাণ্ড একেবারে। ঠোঁটের কোণ চুঁইয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে। কিন্তু কী ঘটল অভিনেত্রীর সঙ্গে তাও মাঝ রাস্তায়?
আরও পড়ুন: জটিলতা কাটিয়ে অবশেষে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ইমারজেন্সি, কবে মুক্তি পাচ্ছে কঙ্গনার ছবি?
কী ঘটেছে অলিভিয়া সরকারের সঙ্গে?
রাতের অন্ধকারে একাকি দাঁড়িয়ে আছেন তিনি। মুছছেন ঠোঁট থেকে বেরোনো রক্ত। তবে না, ভয় পাওয়ার কিছু হয়নি। মাঝ রাস্তায় কোনও রক্তারক্তি কাণ্ড ঘটাননি অলিভিয়া। আসলে এদিন অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো পোস্ট করেছেন সেটা সবটাই ঘটেছে মিছিমিছি। মানে শ্যুটিংয়ের সেটে।
আরও পড়ুন: 'শুনেছি, আপনি জেলে বসেও জুম কল করছেন', লরেন্স বিষ্ণোইকে আলাপচারিতার আমন্ত্রণ সলমনের প্রাক্তন সোমির
অলিভিয়া সরকার অভিনীত লেডি চ্যাটার্জি মুক্তি পেয়েছে কিছুদিন আগেই। সেই সিরিজের শ্যুটিংয়ের একটি দৃশ্যের শ্যুটিং চলাকালীন এই ভিডিয়ো বানান তিনি যেটা এখন পোস্ট করেছেন। আর সেই বিহাইন্ড দ্য সিন ভিডিয়োতেই দেখা হচ্ছে তাঁর ঠোঁট ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে। তাই চিন্তার কোনও কারণ নেই।
কিন্তু আচমকা এই ভিডিয়ো তাও এই অস্থির সময় দেখে অনেকেই প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন। পরে বোঝেন সত্যটা আসলে কী। প্রসঙ্গত অলিভিয়া সরকার টলিউডের বেশ পরিচিত মুখ। ছোট পর্দা দিয়ে কেরিয়ার শুরু করলেও তিনি বর্তমানে মূলত সিনেমা এবং সিরিজে কাজ করছেন। আর তাঁর এই লেডি চ্যাটার্জি সিরিজটি দেখা যাচ্ছে ফ্রাইডে স্ট্রিমিং অ্যাপে।
অনেকেই অলিভিয়ার এই পোস্টে তাঁকে জিজ্ঞেস করেছেন যে তাঁর কী হয়েছে, তিনি ঠিক আছেন কিনা ইত্যাদি। কেউ আবার জানান তিনি ভিডিয়োটি প্রথমে দেখে ভয়ই পেয়ে গিয়েছিলেন।