
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
এটা যে সিক্যুয়েলের যুগ সেটা নিঃসন্দেহে বলা যায়। গত কয়েক বছরে পরপর বেশ কিছু হিট ছবির সিক্যুয়েল মুক্তি পেয়েছে। আর এবার সেই তালিকায় নাম লেখা চলেছে ভাগম ভাগ। হ্যাঁ, ভাগম ভাগ ২ আসছে, সেই আইকনিক কমেডি ছবির সিক্যুয়েল নিয়ে চর্চা তুঙ্গে। আর সেই ছবির স্টার কাস্টের বিষয়ে মিলল বড়সড় আপডেট।
আরও পড়ুন: 'অন্যতম স্মার্ট মার্কেটিং মাইন্ড', বাবার প্রশংসায় পঞ্চমুখ আরিয়ান, ছেলেকে ব্যবসায় কী কী টিপস দেন শাহরুখ?
পিঙ্কভিলার তরফে তাঁদের একটি রিপোর্টে জানানো হয়েছে শিমারুর থেকে অক্ষয় কুমার ভাগম ভাগের স্বত্ব কিনে নিয়েছেন। এবং বর্তমানে ভাগম ভাগ ২ নিয়ে কাজ করছেন। কেবল ভাগম ভাগ নয়। অক্ষয় কুমার হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির স্বত্বও কিনে নিয়েছেন বলে জানা গিয়েছে। ফলে তিনি যে একপ্রকার বদ্ধপরিকর বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজিগুলিকে আবারও পর্দায় নিয়ে আসতে সেটা বলার অপেক্ষা রাখে না।
জানা গিয়েছে বর্তমানে ভাগম ভাগ ২ ছবিটির স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। একেবারে একটা নতুন টিমকে সেই কাজে নিয়োগ করা হয়েছে। চেষ্টা করা হচ্ছে যাতে সেই গল্পেও আসল সুপারহিট ছবিটির মতো এনার্জি এবং মজা রাখা যায়।
জানা গিয়েছে এই ছবিতেও অক্ষয় কুমার পরেশ রাওয়াল এবং গোবিন্দাকে নিতে আগ্রহী। প্রসঙ্গত ভাগম ভাগ ছবিটিতে তাঁরা তিনজনই ছিলেন মুখ্য অভিনেতা। ফলে সিক্যুয়েলেও যদি আবার তাঁদের তিনজনকেই দেখা যায় সেটা যে একটা রিইউনিয়নের পাশাপাশি তাঁদের দুর্দান্ত কমিক কেমিস্ট্রিকে পুনরায় দেখার সুযোগ হয়ে উঠবে সেটা বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত ভাগম ভাগ ছবিটি ২০০৬ সালে মুক্তি পেয়েছিল। প্রিয়দর্শন সেই ছবিটির পরিচালনা করেছিলেন। গল্পের হাস্যরস, টুইস্ট, ইত্যাদি সব মিলিয়ে সেটাকে অনবদ্য করে তুলেছিল। বক্স অফিসে দারুণ সাফল্যের পাশাপাশি দর্শকদের মন জয় করে নিয়েছিল সেই ছবি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports