এই মুহূর্তে লন্ডনে ছুটি কাটাচ্ছেন অক্ষয় কুমার। বেশ খোশ মেজাজেই আছেন তিনি। কিন্তু ব্যস্ত রাস্তায় আপন মনে হাঁটতে হাঁটতে হঠাৎ করে এক ভক্তের উপর চড়াও হলেন তিনি। কারণ? কেন এমন ব্যবহার করলেন অভিনেতা?
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সেখানে দেখা গিয়েছে, লন্ডনের ব্যস্ত রাস্তায় আপন মনে হেঁটে যাচ্ছিলেন অক্ষয় কুমার। তখনই এক ভক্ত আড়াল থেকেই তার ছবি তোলার চেষ্টা করেন। প্রথমে ব্যাপারটা বুঝতে না পারলেও খানিক পরে টের পান অভিনেতা। সঙ্গে সঙ্গে এগিয়ে যান ভক্তের দিকে।
আরও পড়ুন: হতে চলেছে অপেক্ষার অবসান, হাসপাতালে ভর্তি হওয়ার আগে কী কী শপিং করলেন অহনা?
আরও পড়ুন: দুষ্টু চোখে ক্যামেরার দিকে তাকিয়ে, এই খুদেই আজ নামী পরিচালক, চেনেন তাঁকে?
ভিডিয়োয় ধরা পড়েছে, অক্ষয় প্রথমে ভীষণ বিরক্তির সাথে এগিয়ে আসেন ওই ভক্তের দিকে। প্রথমে ক্যামেরা বন্ধ করতে বলেন। এমনকি ওই ব্যক্তির হাত থেকে মোবাইলও ছিনিয়েও নেন তিনি। প্রথমে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলেও খুব তাড়াতাড়ি ব্যাপারটা সামলে নেন অক্ষয়।
এরপরই দেখা যায়, হাসিমুখে ওই ভক্তের সঙ্গে সেলফি তুলছেন অভিনেতা। ভিডিয়ো দেখে বোঝাই যাচ্ছে সবশেষে সবটুকু শান্তিপূর্ণভাবেই মিটে গিয়েছে। তবে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তৈরি হয় তর্ক বিতর্ক।
আরও পড়ুন: 'ওরা শিল্পকে ভয় পায়...', বাংলাদেশে সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙায় ক্ষুব্ধ রূপালি
আরও পড়ুন: ফের বড় পর্দায় জুটি বাঁধবেন আবির-জয়া, মুক্তি পেল ‘পুতুলনাচের ইতিকথা’-র ট্রেলার
কেউ কেউ এইভাবে অভিনেতার ছবি তোলা নিয়ে আপত্তি জানিয়েছেন। একজন লিখেছেন, সবসময় ছবি তুলতে যাবেন না। অন্য একজন লিখেছেন, তারকাদেরও ব্যক্তিগত জীবন আছে। সম্মান করতে শিখুন। তৃতীয় একজন লিখেছেন, লুকিয়ে লুকিয়ে এইভাবে ছবি তোলা একেবারে ঠিক নয়।
প্রসঙ্গত, এই মুহূর্তে অক্ষয়ের হাতে রয়েছে একগুচ্ছ কাজ। ভূত বাংলা থেকে শুরু করে ওয়েলকাম টু জঙ্গল, অন্যদিকে জলি এলএলবি ৩, হেরা ফেরি ৩ অক্ষয় এই মুহূর্তে প্রস্তুত ব্যাক টু ব্যাক ছবি উপহার দিতে।