২০২২ সালের ২৪ মার্চ চলে যান অভিষেক চট্টোপাধ্যায়। অভিনয় ছিল ধ্যানজ্ঞান। জীবনের শেষদিন পর্যন্ত অভিনয় করে গিয়েছেন। তবে কেবল অভিনয় নয়, তিনি একজন ফ্যামিলি ম্যানও ছিলেন। অভিনেতার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যেত যে তিনি তাঁর পরিবারকে, তাঁর স্ত্রীকে কতখানি ভালোবাসতেন। আর তা বোধ হয় তিনি ইহলোক ত্যাগ করার পর এখনও তিনি স্ত্রী সংযুক্তার সর্বক্ষণের সঙ্গী হয়ে থেকে গিয়েছে। সংযুক্তার কথা থেকেও তার স্পষ্ট আভাস পাওয়া যায়। বুধবার তাঁদের বিয়ের জন্মদিন। তাই সেই উপলক্ষ্যে তাঁদের সুন্দর মুহূর্তের কিছু ছবি পোস্ট করে আবেগে ভাসলেন সংযুক্তা।
আরও পড়ুন: ছোটপর্দায় ফিরছেন ইপ্সিতা মুখোপাধ্যায়! কোন ধারাবাহিকে দেখা যাবে নায়িকাকে?
সংযুক্তা তাঁদের বিয়ের সময়কার কিছু ছবি সমাজ মাধ্যমের পাতায় পোস্ট করে লেখেন, ‘সেই প্রতিজ্ঞা এবং সেই সিঁদুর এখানেই থাকবে.. চিন্তা করো না চ্যাম্পিয়ন... তোমাকে কখনও ছেড়ে যাব না!.. আর আমি ইতিমধ্যেই তোমার হাসির শব্দ শুনতে পাচ্ছি আর আমাকে বলছি... ‘বাপ রে!!!!’ আমাদের ১৭ তম বিয়ের জন্মদিনের শুভেচ্ছা! তুমি আজই একটা সূত্রের মাধ্যমে এই বার্তাটা আমাকে পাঠিয়েছ যে আমরা ঐক্যবদ্ধ...। ভালোবাসা মৃত্যুর সঙ্গে মরে না… মৃত্যুর মধ্য দিয়ে বেঁচে থেকে ভালোবাসা জয়ী হয়..।' তাঁর এই পোস্টটি অভিষেক চট্টোপাধ্যায়ের পেজ থেকেও শেয়ার করে নেওয়া হয়।
আরও পড়ুন: সৌরভের জন্মদিনের অভিনব উপহার ভক্তদের! মহারাজ কেক কাটতেই হল আসল ম্যাজিক
এই পোস্ট দেখে আবেগে ভেসেছেন নায়কের অনুরাগীরাও। একজন লেখেন, ‘হ্যাঁ একদম ঠিক বলেছেন। ভালোবাসা কখনও মৃত্যুর সঙ্গে মরে না, যখন আপনার সঙ্গে ভালোবাসা আর ভগবানের শক্তি থাকে, তখন কিছুই অসম্ভব নয়। ভগবান আপনার মঙ্গল করুন।’ আর একজন অভিনেতাকে উদ্দেশ্য করে লেখেন, ‘এই মুখটা খুব miss করি গুরুদেব।’ আর একজন লেখেন, 'তিনি হয়তো আর জীবিত নেই, কিন্তু তিনি সব সময় আপনার সঙ্গে আছেন। তাছাড়াও অনেকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: প্রথমবার জুটিতে! অসমবয়সী বন্ধুত্বের গল্পে ভিন্ন রূপে ধরা দেবে বনি-দর্শনা!
প্রসঙ্গত, ২০০৮ সালের ৯ জুলাই বিয়ে হয় তাঁদের। ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে সংযুক্তা জানিয়েছিলেন তাঁর ও অভিষেকের দু'জনেরই ঝোঁক পূজা অর্চনায়। সংযুক্ত রোজ সকালে দীর্ঘ সময় ধরে পুজো করেন সাইয়ের। আর অভিষেক করেন মা কালীর আরাধনা।