জল থইথই ভালোবাসায় দর্শকরা শেষ দেখেছিলেন ইপ্সিতা মুখোপাধ্যায়কে। এরপর নায়িকা ছবিতেও কাজ করে ফেলেছেন। তবে বহুদিন ছোট পর্দায় আর তাঁর দেখা মেলেনি। কিন্তু এবার খবর ফের নাকি ছোট পর্দায় ফিরছেন নায়িকা! কোন মেগায় দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: সৌরভের জন্মদিনের অভিনব উপহার ভক্তদের! মহারাজ কেক কাটতেই হল আসল ম্যাজিক
২০২২-এরপর মাঝে ছোট পর্দায় আর দেখা মেলেনি নায়িকার। ইপ্সিতার ব্যক্তিগত জীবনেও নানা ঝড়ঝপটা এসেছে। যদিও সেই প্রভাব তিনি কখনওই তাঁর কাজে পড়তে দেননি। শুরুর মেগা থেকেই নায়িকা যে সকলের মনজয় করে নিয়েছিলেন তা বলাই বাহুল্য। তাই তাঁকে ফের ধারাবাহিকে দেখার জন্য মুখিয়ে ছিলেন তাঁর অনুরাগীরা। আর এবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে ফের ছোট পর্দায় নজর কাড়তে চলেছেন তিনি।
আরও পড়ুন: 'আমি গৌরীর সঙ্গে বিয়ে করেছি…', তবে কি চুপি চুপি তৃতীয় বিয়ে সেরে ফেললেন আমির খান?
তবে কি নায়িকার নতুন কোনও মেগা আসতে চলেছে? না না, আজকাল ডট ইনের একটি প্রতিবেদন অনুসারে তাঁকে নাকি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'মিত্তির বাড়ি'তে দেখা যাবে। ‘মিত্তির বাড়ি’র নায়ক আদৃত রায় অর্থাৎ পর্দার 'ধ্রুব'র সহকর্মীর ভূমিকায় তাঁকে দেখতে পাবেন দর্শকরা।
আরও পড়ুন: প্রথমবার জুটিতে! অসমবয়সী বন্ধুত্বের গল্পে ভিন্ন রূপে ধরা দেবে বনি-দর্শনা!
তবে নতুন নায়িকা মেগায়, তাই খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগতে পারে তবে কি ‘ধ্রুব’র সঙ্গে পারিজাত অর্থাৎ পর্দার ‘জোনাকি’র সম্পর্কে কাঁটা হয়ে দাঁড়াবে তাঁর অভিনীত চরিত্র? না তা একেবারেই নয় বরং পজেটিভ চরিত্রে দেখা মিলবে নায়িকার। ধ্রুবর মতো সেও একজন আইনজীবী। তাঁর চরিত্রটি ধ্রুব ও জোনাকির মধ্যে দূরত্ব তৈরি করবে না, বরং তা কমাবে। ইতিমধ্যেই নাকি মেগার শ্যুটিংও সেরেছেন নায়িকা। খুব তাড়াতাড়ি তাঁর ট্র্যাক শুরু হবে।
কাজের সূত্রে, 'সুবর্ণরেখা' ধারাবাহিকে নাম ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তখন অবশ্য শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। তারপর ‘কেয়াপাতার নৌক’ ধারাবাহিকে নায়িকা হিসেবে তাঁকে দর্শকরা দেখেন। এছাড়াও ‘এক্কাদোক্কা’, ‘ধুলোকণা’, 'জল থইথই ভালবাসা'র মতো জনপ্রিয় সব মেগাতেও তাঁকে দেখা গিয়েছে। তাছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা' ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন নায়িকা। এছাড়াও তাঁকে দেখা যাবে অঙ্কুশ হাজরার ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিতে।