৮ জুলাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। এদিন তিনি ৫৩ পূর্ণ করে ৫৪ বছরে পা দিলেন। তবে এবার তাঁর এই বিশেষ দিনে ভক্তদের কাছ থেকে দারুণ উপহার পেলেন 'দাদা'। জানেন কী সেই উপহার?
একরাশ স্মৃতিমাখা মিষ্টি সেই উপহার। মহারাজের জন্মদিনের দিন বলে কথা তাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফ্যান ক্লাব মহারাজের দরবারের পক্ষ থেকে একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করা হয়। সেখানেই দেখা যায় মহারাজ তাঁর ফ্যানদের দেওয়া একটি কেক কেটে জন্মদিন উদযাপন করছেন।
আরও পড়ুন: 'আমি গৌরীর সঙ্গে বিয়ে করেছি…', তবে কি চুপি চুপি তৃতীয় বিয়ে সেরে ফেললেন আমির খান?
জন্মদিনে কেক কাটা তো খুবই স্বাভাবিক একটা বিষয় এটা আর নতুন কী? কিন্তু এর মধ্যেই আছে নতুনত্ব। আসলে ওই কেকেই লুকিয়ে ছিল সেই চমক। জানেন কী সেই চমক?
প্রথমে 'দাদা'কে তাঁর ভক্তদের দেওয়া কেকের সামনে দেখা যায়। মাঠের মতোই সবুজ রঙের একটি কেক ছিল সেটি। সেখানে ফন্ডেন্ট দিয়ে বানানো ছিল দুটি ক্রিকেট ব্যাট। একটি ব্যাট একদম কেকের উপর ছিল। আর একটি ব্যাট ছিল কেকের পাশে। অন্যদিকে, তিনটি ক্রিকেট বলও বানানো হয়েছিল। তার মধ্যে একটি বল ছিল কেকের পাশে, আর দুটি বল ছিল কেকের উপর। ছিল একটি বেড়া। এছাড়াও মহারাজের সেই লর্ডের আইকনিক ছবিটিও ছিল।
আরও পড়ুন: প্রথমবার জুটিতে! অসমবয়সী বন্ধুত্বের গল্পে ভিন্ন রূপে ধরা দেবে বনি-দর্শনা!
তবে এখানেই শেষ নয়। লর্ডের আইকনিক ছবিটির নীচেই লুকিয়ে ছিল আসল রহস্য। তাহলে একটু খোলসা করে বলা যাক। ওই ছবির সঙ্গে জুড়ে রাখা হয়েছিল মহারাজের নানা বয়সের ছবি স্মরণীয় সব মুহূর্তের ছবি। একটি ছবিতে টান দিতেই একের পর এক রিল আকারে তা বেরিয়ে আসে বাকি ছবিগুলি। যা দেখে দাদাও বেশ অবাক ও আনন্দিত হন। তারপর নিজে ঘুরিয়ে ফিরিয়ে বেশ কয়েকবার সেই ছবি দেখেন। তখন মহারাজকে তাঁর ভক্তরা ঘিরে ছিলেন। তবে কেবল ভক্তরা নন, তাঁর সেই উদযাপনে সামিল হয়েছিলেন তাঁর মা-ও। তাঁকেও ভিডিয়োয় সোফায় বসে থাকতে দেখা যায়। এছাড়াও দাদার এই বিশেষ মুহূর্তে হাজির ছিল তাঁর বাড়ির আদরের পোষ্যটিও।
ছবি পর্ব শেষ হলে মহারাজকে কেক কাটতেও দেখা যায়। সেই সময় তাঁর ভক্তরা তাঁকে শুভেচ্ছায় ভরে দিচ্ছিলেন। তবে কেবল ওই কেকটি নয় সেটি ছাড়াও আরও একটি চকোলেট কেক এনেছিলেন অনুরাগীরা। সেটিও কাটতে দেখা যায় দাদাকে। মহারাজের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অনুরাগীরা তাঁকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরে দিয়েছেন।