ছোটপর্দার জনপ্রিয় মুখ সায়ক চক্রবর্তী। তিনি তাঁর জীবনের প্রতিদিনের নানা খুঁটিনাটি তাঁর বৃহত্তর পরিবার অর্থাৎ তাঁর অনুরাগীদের সঙ্গে ভ্লগের মাধ্যমে ভাগ করে নেন। তাছাড়াও তাঁর নানা মুহূর্তের ছবিও ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। তবে এবার খবর বিয়ের পিঁড়িতে নাকি বসতে চলেছেন সায়ক। প্রকাশ্যে এল তাঁর গায়ে হলুদের ছবি! ব্যাপার কী?
সোমবার সন্ধ্যার সময় নায়ক তাঁর গায়ে হলুদের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সেখানে দেখা যায় গায়ে সাদা রঙের গেঞ্জি ধুতি পরে গামছা গায়ে দিয়ে গালে হলুদ মেখে এক গাল হাসি হেসে সেলফি তুলছেন।
আরও পড়ুন: চুপিচুপি বিয়ে সারলেন প্রিয়াঙ্কা-শুভ্রজিৎ? 'সমস্ত আচার-অনুষ্ঠান…', যা বললেন নায়িকা
তবে কেবল নিজের ছবি নয়, সঙ্গে পাত্রীর ছবিও পোস্ট করেন অভিনেতা। হলুদ রঙের শাড়ি ও গোলাপি রঙের ব্লাউজ, মাথায় শোলার মুকুট, গায়ে গয়না পরে সেজেছিলেন তিনি। কিন্তু জানেন কি সেই পাত্রী কে? তিনি হলেন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় নায়িকা ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ খ্যাত অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায়। তাছাড়াও সায়কের গায়ে হলুদের ছবিতে তাঁর বন্ধু গায়িকা দেবলীনা নন্দীকেও দেখা গিয়েছে হলুদের বাটি হাতে। এই ছবিগুলি পোস্ট করে সায়ক ক্যাপশনে লেখেন, ‘শুভ শুভ’।
তাঁর এই ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা অনেকে অনুমান করেছেন তবে কি বিয়ের পিঁড়িতে বসছেন নায়ক? না আসলে তা নয়। সম্ভবত মিউজিক ভিডিয়ো শ্যুটের জন্য তাঁকে এই বেশে দেখা গিয়েছে। সম্ভবত দেবলীনা নন্দীর মিউজিক ভিডিয়োর জন্য এই সাজে তাঁদের দেখা গিয়েছে।
আরও পড়ুন: 'তুমি সে যে, আমার…', সোহেল নয়! তিয়াসার জীবনে শান্তির কারণ কে? জানালেন নায়িকা
প্রসঙ্গত, কিছুদিন আগেই বাড়ির জন্য জমি কিনেছিলেন নায়ক। জমি কেনার খরচও সায়ক ভাগ করে নেন এক সংবাদমাধ্যমের কাছে। জানা যায়, বাইপাসের ধারে, পিয়ারলেস হাসপাতালের পাশে তিনি জমি কিনেছেন। সদ্য মায়ের নামে রেজিস্ট্রি করেছেন। তবে বাড়ির প্ল্যান আসতে লাগবে আরও মাস তিনেক। তারপরই বাড়ির কাজে হাত দেবেন। তা কত খরচ পড়ল? সায়ক জানালেন জমি কিনতে খরচ পড়েছে ৭৫ লাখ টাকা। তবে যেহেতু এটি কো-অপারেটিভের জমি, তাই ৯৯৯ বছরের লিজে নিয়েছেন।
কদিন আগেই সায়ক চক্রবর্তীর দাদা সব্যসাচী ও অভিনেত্রী সুস্মিতা দে-র ডিভোর্সের খবর আসে। যদিও ডিভোর্সের কারণ নিয়ে কেউই মুখ খোলেননি। সায়কও সোশ্যাল মিডিয়ায় বা সংবাদমাধ্যমে এই নিয়ে কথা বলা এড়িয়ে গিয়েছেন। সুস্মিতার সঙ্গে বন্ধুত্ব তাঁর অনেকদিনের।