২০২৪ সালের অক্টোবর মাসে আইনি বিয়ে করেন প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহা। আপাতত দু'জনের সুখের সংসার। তবে তাঁরা জানিয়েছিলেন আগামী বছরের শুরু দিকে সামাজিক বিয়ে করবেন তাঁরা। কিন্তু তাঁর আগেই সমাজ মাধ্যমের পাতায় শুভ্রজিতের সঙ্গে তাঁর বিয়ে ছবি ভাইরাল। তবে কি চুপিচুপি বিয়ে করে নিলেন তাঁরা?
আরও পড়ুন: 'তুমি সে যে, আমার…', সোহেল নয়! তিয়াসার জীবনে শান্তির কারণ কে? জানালেন নায়িকা
সমাজ মাধ্যমের পাতায় বধূ বেশে নায়িকার একটি ভিডিয়ো দেখা গিয়েছে। সেখানে লাল টুকটুকে বেনারসিতে দেখা গিয়েছে নায়িকাকে। গলায় ভারী নেকলেস, লম্বা ঝোলা হার, হাতে চুরি, বালা শাঁখা-পলা, কপালে টিকলি টানা নথ, ঝুমকো কানের, কপালে চন্দন, মাথায় শোলার মুকুট, ভেল ও গলায় মালা পরে ধরা দিয়েছিলেন নায়িকা। অন্যদিকে, ধুতি পাঞ্জাবিতে সেজে উঠেছিলেন শুভ্রজিৎ।
ভিডিয়োয় বিয়ের নানা রীতি মেনে প্রিয়াঙ্কার সিঁথিতে শুভ্রজিৎকে সিঁদুর পরিয়ে দিতে দেখা যায়। খুব স্বাভাবিক ভাবেই এই ভিডিয়ো দেখে অনুরাগীদের মনে প্রশ্ন জাগতে শুরু করে তবে কি চুপিচুপি শুভ্রজিতের সঙ্গে সামাজিক বিয়ে সারলেন নায়িকা?
আরও পড়ুন: দেবচন্দ্রিমা-অর্জুনের নতুন শুরু! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায়
এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, ‘অনেকেই এই ভুল করছেন। ভুয়ো খবর ছড়িয়েছে, আমাদের বিয়ে হয়ে গিয়েছে। এ দিকে দম ফেলার সময় নেই আমার।’ অর্থাৎ তাঁদের সামাজিক বিয়ে হয়নি। নায়িকা জানিয়েছেন একটি শ্যুটের জন্য তাঁরা এমন বর-কনের সাজে সেজে উঠেছিলেন। প্রেমিকের সঙ্গে বিয়ের শ্যুট হলেও সিঁদুর পরেনি তিনি, শ্যুটে আবিরের ব্যবহার করা হয়েছিল।
তবে আর তাঁদের বিয়ের বাকি সাত মাস। ফলে তার জন্য জোর কদমে চলছে প্রস্তুতি। নায়িকার কথায়, ‘কাজের চাপে এর বেশি কিছু কিনে উঠতে পারিনি। তবে বিয়েতে লাল বেনারসী, সোনার গয়না, চন্দন, ফুলের সাজ— কিচ্ছু বাদ দেব না। সমস্ত আচার-অনুষ্ঠান পালন করব।’
কাজের সূত্রে, অভিনেত্রীকে এই মুহূর্তে সান বাংলার ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’তে তিনি দ্বিতীয় নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে। এছাড়াও স্টার জলসায় তাঁকে নতুন চালু হওয়া মেগা ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’তে ‘পরমেশ্বরী’র ভূমিকা দেখা যাচ্ছে। ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’তে পজেটিভ চরিত্র হলেও, ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’তে তাঁকে খলনায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে।