শহর জুড়ে এখন বর্ষা। আর বর্ষা মানেই প্রেম। আর এই প্রেমের বৃষ্টিতে ভেজা মরশুমে একে অপরের হাত ধরে নতুন পথ চলা শুরু করলেন দেবচন্দ্রিমা আর অর্জুন! ভাবছেন ব্যাপার কী? তবে কি তাঁরা একে অপরের প্রেমে পড়লেন?
আরও পড়ুন: ফের বড় পর্দায় আসছে ভাগ মিলখা ভাগ! কবে রিরিলিজ হচ্ছে ফারহানের ছবি?
কী ঘটেছে?
না না ব্যাপার আসলে সেটা নয়। 'প্রেম পড়া বারুন' এবং ‘দেখেছি তোমাকে শ্রাবণ’ -এর সাফল্যের পর, অ্যাডটাইমস তাদের পরবর্তী রোম্যান্টিক সিরিজ 'তোমাকে বুঝিনা প্রিয়' নিয়ে হাজির। সিরিজে প্রধান চরিত্রে একে অপরের বিপরীতে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী এবং দেবচন্দ্রিমা সিংহ রায়। প্রথমবারের জন্য একসঙ্গে জুটি ধরা দিতে চলেছেন তাঁরা। তাছাড়াও অর্জুন চক্রবর্তী প্রথমবারের মতো অ্যাডাটাইমসের পর্দায় নিজেকে মেলে ধরতে চলেছেন।
'তোমাকে বুঝিনা প্রিয়'-এর গল্প
গল্পটি আবর্তিত হয়েছে ‘ঝিনুক ঘোষ’ কে ঘিরে। যে তার বাবার অসুস্থতার কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়। সে তার বাবার অসুখ সারানোর জন্য ঋণ নেয় এবং পরিশোধ করতে ব্যর্থ হয়। অন্যদিকে, গল্পের নায়ক ‘ঋক’ ঋণ আদায়কারী এজেন্ট। সে ঋণের টাকা আদায় করতে ঝিনুকের বাড়িতে আসে। তার বাবার স্বাস্থ্যের অবস্থা দেখে। ঋণের টাকা নিয়ে তাদের দু'জনের মধ্যে ঝগড়া হয়। অবশেষে ঋক টাকা ফেরত না পেয়ে বিরক্ত হয়ে ঝিনুকের স্কুটি নিয়ে নেয়।
আরও পড়ুন: বসার ঘর থেকে খাবার ঘর, শত্রুঘ্নর বাড়ি রামায়ণের ঝাঁ চকচকে অন্দরসাজ, দেখুন ছবিতে
ঝিনুক তার স্কুটি ফেরত দেওয়ার জন্য বার বার অনুরোধ করতে থাকে। তার মধ্যে তার বাবার স্বাস্থ্যের আরও অবনতি ঘটে। শেষে তার বাবা মারা যায়। ঝিনুকের বাবা মারা যাওয়ার পর ঋক নিজেকে দোষী মনে করে। ঝিনুককে সাহায্য করতে চায়। সে ক্ষমা চেয়ে নেয়। এই পরিস্থিতি থেকে কিনুককে বের করার চেষ্টা করে। চেষ্টা করে ঝিনুককে ঋণ থেকে মুক্তি দিতে। সমস্ত বিশৃঙ্খলার মধ্যে ঋক এবং ঝিনুক কীভাবে প্রেমে পড়ে তা এই সিরিজে তুলে ধরা হবে।
সিরিজে ‘ঝিনুক'-এর ভূমিকায় দেখা যাবে দেবচন্দ্রিমা সিং রায়কে। অন্যদিকে, অর্জুন চক্রবর্তীকে দেখা যাবে 'ঋক'-এর চরিত্রে। সিরিজটি পরিচালনা করেছেন অরিজিৎ টোটন চক্রবর্তী। এই সিরিজের সঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি। গান গেয়েছেন দেব অরিজিৎ, রূপক টিয়ারি। এই সিরিজটি চলতি বছরের অগস্টে মুক্তি পাওয়ার কথা রয়েছে।