বলিউডের মিস্টার পারফেকশানিস্ট আমির খান। অভিনেতা আমির খান পেশাগত জীবনের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের জেরেও হামেশাই সংবাদ শিরোনামে থাকেন। আবারও প্রেমে পড়েছেন ষাটোর্ধ আমির। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের বছর কয়েক পর জীবনে এন্ট্রি নিয়েছেন গৌরী স্প্র্যাট। গৌরী-আমিরের প্রেম এখন বলিপাড়ায় জোরচর্চায়।
সম্প্রতি আমিরের ভাই ফয়জল খান তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছেন। শুধু তাই নয়, আমির ও তাঁর পরিবারের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছেন ফয়জল। অভিযোগ এনেছেন অবৈধ সন্তান রয়েছে থ্রি ইডিয়টস অভিনেতার। এই সব বিতর্কের মাঝেও জনসমক্ষে দেখা গেল আমিরকে, সঙ্গী বান্ধবী গৌরী স্প্রেটের সঙ্গে। দুজনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। বলিউডের অন্যতম আলোচিত জুটি আমির খান ও গৌরী খান। ভক্তরা তাদের জুটিকে বেশ পছন্দ করেন। ভাইরাল হওয়া এই ভিডিওতে আমির খান ও গৌরী স্প্র্যাটকে একসঙ্গে গাড়ি থেকে নামতে দেখা যায়। ক্যাজুয়াল লুকে দুজনকেই বেশ সুন্দর দেখাচ্ছিল।
এদিন আমির-গৌরীর সঙ্গে ছিল নায়কের প্রেমিকার প্রথমপক্ষের পুত্র সন্তানও। ৬ বছর বয়সী শিশু মায়ের কোলে বসেছিল। মিডিয়ার ক্যামেরা থেকে ছেলেকে আড়ালে রাখার আপ্রাণ চেষ্টা করেন গৌরী। গৌরীর প্রথম স্বামীর নাম অজানা। তবে গৌরী-পুত্রর সঙ্গে আমিরি বন্ডিং দেখে অনেকের মনেই প্রশ্ন তবে নিজেদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আমির-গৌরী?
আমির খান ও তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তর দুই সন্তান ইরা খান ও জুনায়েদ খান। অন্যদিকে আমির ও কিরণ রাওয়ের ছেলে আজাদ। বিচ্ছেদের পরও দুই স্ত্রী এবং সন্তানদের সঙ্গেই দুর্দান্ত বন্ডিং আমিরের। এমনকী রিনা আর কিরণের বন্ধুত্বও হামেশাই থাকে চর্চায়।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে আমির খানের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছেন তাঁর ভাই ফয়জল খান। ফয়জল বলেছিলেন যে তাঁর ভাই আমির তাঁর কাজ দেখে ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন। তিনি বলেন, ‘মেলা যখন মুক্তি পেল তখন আমার কাজ লোকে পছন্দ করল, লোকেরা আমাকে বলে যে আজ পর্যন্ত তুমি মেলা ছবিতে সেরা কাজ করেছ, তাই হয়তো আমির আরও ঈর্ষান্বিত হয়ে যায়, মেলার পারফরম্যান্সের পর হাই আমির আমাকে ডেকে বলেছিল ফয়সাল তুমি অভিনয় জানো না, তোমার অভিনয় ছেড়ে দেওয়া উচিত।’