আমির খান আবারও তাঁর লুকের জন্য শিরোনামে। আসলে, আমিরের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে তাঁর ওজন কিছুটা বেড়েছে। তাঁকে শেষবারের মতো ‘সিতারে জমিন পর’ ছবিতে দেখা গিয়েছিল। তখন তিনি একেবারে ফিট ছিলেন। এখন আমিরের সর্বশেষ লুক ভাইরাল হওয়ার পর, অনেকেই অনুমান করছে যে, এটা সম্ভবত তাঁর আসন্ন ছবি দাদাসাহেব ফালকের বায়োপিকের লুক।
আরও পড়ুন: সেপ্টেম্বর থেকেই স্টার জলসায় শুরু হচ্ছে ‘ভোলে বাবা পার করেগা'! 'গীতা এলএলবি'র কপাল কি তবে পুড়ল?
রেডিটে ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর, একজন ব্যবহারকারী লিখেছেন, ‘দাদাসাহেব ফালকের বায়োপিকের জন্য আমির কি ওজন বাড়িয়েছেন?’ তাঁকে একটু অস্বাভাবিক দেখাচ্ছে। তবে, একজন আবার লিখেছেন যে, ‘ওঁর এখন ৬০ বছর বয়স। দয়া করে ওঁর বয়সের দিকে গুরুত্ব দিন। আর একজন লিখেছেন যে, আরে ভাই, আমরা কে মন্তব্য করার? ওঁর শরীর, ওঁর জীবন।’
আরও পড়ুন: 'বাঘি ৪'-এর কাছে দৌড়ে পিছিয়ে 'দ্য বেঙ্গল ফাইলস'! চতুর্থ দিনে কোন ছবি কত আয় করল?
প্রসঙ্গত, আমির এবং রাজকুমার হিরানি আবারও দাদাসাহেব ফালকের বায়োপিকের জন্য একসঙ্গে কাজ করবেন। আমিরের টিম একটি বিবৃতি প্রকাশ করে বলেছে যে, এটা বেশ আশ্চর্যজনক যে হিন্দি সিনেমার এখনো কেউ এই গল্প বলেনি। লস অ্যাঞ্জেলেসের ভিএফএক্স স্টুডিয়ো ইতিমধ্যেই চলচ্চিত্রের যুগ এবং সময়কালের জন্য এআই ডিজাইন তৈরি করেছে।
আরও পড়ুন: ‘গণপতি বাপ্পা মোরিয়া’ না বলায় প্রাণনাশের হুমকি পেলেন আলি, দিলেন সতর্কবার্তাও
রিপোর্ট অনুসারে, আমির এবং রাজকুমার হিরানি দীর্ঘদিন ধরে দাদাসাহেব ফালকে নিয়ে একটি ছবি বানানোর কথা ভাবছিলেন। রাজ কুমার যখন ছবির স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন, তখন আমিরও নানা প্রজেক্টের সঙ্গে জড়িয়ে ছিলেন। তিনি নিশ্চিত করছিলেন যে, তিনি কেবল শক্তিশালী সম্ভাবনাময় স্ক্রিপ্টগুলিতেই কাজ করবেন।
আরও পড়ুন: 'আর বেশি সময় নেই..', অনবদ্য কায়দায় ট্রোলারকে উপযুক্ত শিক্ষা দিলেন স্বস্তিকা
কাজের সূত্রে আমিরকে সর্বশেষ ‘সিতারে জমিন পার’ ছবিতে দেখা গিয়েছিল যা সুপারহিট হয়েছিল। এবার তাঁকে দাদাসাহেব ফালকের বায়োপিকে দেখা যাবে। তার প্রযোজনা সংস্থা থেকে ‘লাহোর ১৯৪৭’ ছবিটিও মুক্তি পেতে চলেছে। সেখানে সানি দেওল এবং প্রীতি জিন্টা মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এই ছবির হাত ধরেই বহু বছর পর ছবিতে কামব্যাক করছেন প্রীতি।