বাংলা নিউজ > বায়োস্কোপ > Koffee With Karan 8: করণের সোফায় এবার আমির-কিরণ, কেন ডিভোর্স করেছেন, খুলবে কি কিস্সা?
পরবর্তী খবর
Koffee With Karan 8: করণের সোফায় এবার আমির-কিরণ, কেন ডিভোর্স করেছেন, খুলবে কি কিস্সা?
1 মিনিটে পড়ুন Updated: 27 Nov 2023, 07:10 PM ISTSubhasmita Kanji
Koffee With Karan 8: কফি উইথ করণ সিজন ৮ এর শেষ পর্বে আসতে চলেছেন আমির খান এবং তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও।
জুটি বেঁধে কফি উইথ করণের শেষ পর্বে আসছেন আমির-কিরণ?
সিজন ৪ এর পর আবার সিজন ৮ -এ করণ জোহরের শো কফি উইথ করণে আসতে চলেছেন আমির খান এবং কিরণ রাও। ২০১৩ এর পর কেটে গিয়েছে ১০ বছর। বদলেছে সম্পর্কের সমীকরণ। নতুন রূপে এবার করণের বিপরীতের কাউচে দেখা যাবে তাঁদের। ইতিমধ্যে নাকি তাঁরা সেই পর্বের শুটিং সেরে ফেলেছেন।
ইন্ডিয়া টুডের রিপোর্টে জানানো হয়েছে কফি উইথ করণ সিজন ৮ -এর শেষ পর্বে আসবেন আমির এবং কিরণ। এই পর্বের শুটিংয়ের নাকি দারুণ মজা করেছেন আমিররা।
আমির খান এবং কিরণ রাওয়ের প্রসঙ্গে
লাগান ছবির সেটে প্রথমবার দেখা হয়েছিল আমির খান এবং কিরণ রাওয়ের। কিন্তু তখনই তাঁরা একে অন্যের প্রেমে পড়েননি। পরে তাঁদের আবারও দেখা হয়, প্রেমে পড়েন এবং ২০০৫ সালে গাঁটছড়া বাঁধেন। তাঁদের একটি সন্তানও আছে, আজাদ রাও খান। যদিও সেই সম্পর্কেও তাঁরা ইতিমধ্যেই ইতি টেনেছেন। ২০২১ সালে ডিভোর্স হয়ে গিয়েছে আমির এবং কিরণের। যদিও এখনও তাঁরা ভালো বন্ধু রয়েছেন একে অন্যের। কিছুদিন আগে যখন আমির খানের মেয়ে ইরার যখন বিয়ে হয় সেখানে উপস্থিত ছিলেন কিরণ। এমনকি কিরণ রাওয়ের আগামী ছবি লাপাতা লেডিজ ছবির প্রযোজক হলেন আমির। ইতিমধ্যেই এই ছবিটি টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে।