আসছে ‘স্পাইডার - চ্যাপ্টার ওয়ান’। ইতিমধ্যেই সিনেমার শ্যুটিং শুরু হয়েছে কলকাতা শহরে। একগুচ্ছ তারকা নিয়ে চলছে এই ছবির শ্যুটিং। ছবির পরিচালক অংশুমান প্রত্যুষ। তিনি দাবি করেছেন এই ছবিটি ওয়ার্ল্ড লংগেস্ট ওয়ান-শট সিনেমা হতে চলেছে।
আরও পড়ুন: ‘মহাবতার নরসিংহ’ ছাড়িয়ে গেল ‘সাইয়ারা’র আয়কে! বক্সঅফিসে কোন ছবির কেমন কালেকশন?
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সৌম্য মুখোপাধ্যায়, জয়ী দেবরায়, মুকুল কুমার জানা, সৈকত দে, রত্নদীপ ঘোষ, আর্মান আহমেদ, প্রতীক কুন্ডু। এছাড়া ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পুষ্পজিত ঘোষ, শুভদীপ গুহ রায়, অনির্বান দাশগুপ্ত, রাহুল বিশ্বাস, অদ্রিজা ঘোষ, প্রভেলিকা, ইষা নন্দী, অনুরুপা পাল, রিত্তিলা দাস, সৃষ্টিপ্রিয়া দাস, শর্মিষ্টা দাস ও সারয়ান ধোবি।
আরও পড়ুন: পিতৃহারা হলেন সলমনের দেহরক্ষী! কোন মারণরোগে আক্রান্ত ছিলেন শেরার বাবা?
‘স্পাইডার - চ্যাপ্টার ওয়ান’ ছবির গল্প
কলকাতার এক ব্যস্ত এলাকায় একটা বড় টেরোরিস্ট আ্যটাকের পরিকল্পনার ব্যাপারে ইন্টেলিজেন্স এজেন্সি খবর পায়। ইন্টেলিজেন্স এজেন্সির একটা বড় দলকে দায়িত্ব দেওয়া হয় এই ভয়ংকর অ্যাটাক আটকানোর।
এখান থেকেই শুরু হয় এক অদ্ভুত খেলা। কেন আ্যটাক প্ল্যান করা হয়েছে? কারা এই আ্যটাক করাচ্ছে? এই অ্যাটাকের কারণ কী? সেই সব উত্তর লুকিয়ে এই ছবিতে।
আরও পড়ুন: কৌশানি সিঙ্গেল? পুজোর চারটে দিন একা নায়িকা! ‘আশা করছি…’, যা বললেন অভিনেত্রী
নির্মাতারা দাবি করেছেন এই ছবির মাধ্যমে তাঁরা বিশ্বের সব থেকে লম্বা ওয়ান-শট সিনেমা তৈরি করার চেষ্টা করছেন। ছবির আরও একটা বড় চমক হল এই ছবিতে অভিনয় করছেন পরিচালক অংশুমান প্রত্যুষ নিজেই।
পরিচালক অংশুমান প্রত্যুষ ছবি প্রসঙ্গে নানা কথা ভাগ করে নেন। তিনি বলেন, ‘এই ছবিতে দর্শক অনেক কিছু নতুন দেখতে পাবেন। বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। অনেকটা যত্ন নিয়ে পুরো টিম মিলে কাজটা করছি। কলকাতাতেই ছবির শ্যুটিং হয়েছে। প্রতিটি অভিনেতা অভিনেত্রী নিজেদের প্রচুর চর্চা মাধ্যমে এই কাজটা করেছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’