এক সময়ের হিট ছবি ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, এবার তা অনুকরণেই আসছেন নতুন মেগা 'বেদেনি জ্যোৎস্নার অমর প্রেম'। প্রকাশ্যে এল মেগার প্রথম প্রোমো। সেখানেই বেদেনি জ্যোৎস্নার ভূমিকায় নজর কাড়লেন ইন্দ্রানী পাল।
আরও পড়ুন: গীতশ্রীর জীবনে নতুন শুরু! প্রবীর নয়, কার সঙ্গে নতুন পথ চলা শুরু করলেন নায়িকা?
'বেদেনি জ্যোৎস্নার অমর প্রেম'-এর প্রোমোয় কী দেখা গিয়েছে?
মঙ্গলবার রাতে এই মেগার প্রথম প্রোমো প্রকাশ্যে আসে। সেখানে শুরুতেই দেখা যায় একটি মাঠে বহু মানুষ ভিড় জমিয়েছে। তারা সকলে ঘিরে দাঁড়িয়ে দেখছে সাপের খেলা। আর সেখানে বিন বাজাচ্ছে এক বেদেনি। কিন্তু এই খেলার মাঝেই সেখানে রাজবাড়ি থেকে হাজির হয় দূত। তারা ‘জ্যোৎস্না’র খোঁজ করে। তখন যে বেদেনি সাপের খেলা দেখাচ্ছিল, বিন থামিয়ে সে উত্তর দেয়, ‘শুধু জ্যোৎস্না নই, আমি বেদেনি জ্যোৎস্না।’ তারপরই সেই রাজদূত জানায় যুবরাজকে এক বিষধর সাপ দংশন করেছে। তা শুনে আতঙ্কিত হয়ে পড়ে জ্যোৎস্না।
তারপর মাঠ, ঘাট পেরিয়ে এক দৌড়ে পৌঁছয় রাজবাড়ি। সেখানে বিষের জ্বালায় নীল হয়ে যুবরাজকে বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। আর তাকে ঘিরে রাজবাড়ির সব লোকজন। যুবরাজের ক্ষত দেখে জ্যোৎস্না রাজমাতাকে বলে, ‘এ তো মায়া নাগের দংশন। মায়া নাগকে এখানে আনতে না পারলে তো যুবরাজকে বাঁচানো যাবে না।’ তা শুনে উদ্বিগ্ন রাজমাতা কেঁদে জিজ্ঞাসা করে, ‘তুমি পারবে মা?’ জ্যোৎস্না সম্মতি জানিয়ে বলে, ‘পারব, তবে বাজাতে হবে মরণ বিন।’ এরপর সে মরণ বিন বাজাতে শুরু করে। আর সেই বিনের সুরের টানে ছুটে আসে মায়া নাগ। যুবরাজের বিষ তুলে নেয়। চোখ মেলে তাকায় যুবরাজ। তাঁকে ঘিরে ধরে রাজবাড়ির সকলে।
আরও পড়ুন: মঙ্গলবারও বক্স অফিসে দাপট ‘সাইয়ারা’র! 'সন অফ সর্দার ২' থেকে 'ধড়ক ২'-এর আয় কত?
কিন্তু মরণ বিন বাজিয়ে ততক্ষণে জ্যোৎস্নার গলা থেকে রক্ত বের হতে শুরু করে। টলতে শুরু করে পা। একসময় সে পড়ে যায়, আর তখনই যুবরাজ এসে তাকে ধরে নেয়। এরপরই পর্দায় ভেসে ওঠে নয়া মেগার নাম, 'বেদেনি জ্যোৎস্নার অমর প্রেম'।
কিছুদিন আগেই জানা গিয়েছিল জি -এর নতুন চ্যানেল জি সোনার আসছে। সেখানে এই ধারাবাহিক দেখা যাবে। এই ধারাবাহিকে বেদেনি জ্যোৎস্নার ভূমিকায় থাকছেন ইন্দ্রানী পাল। মাঝে বেশ অনেকটা বিরতির পর ফের ইন্দ্রানী যে ছোট পর্দায় ফিরতে চলেছেন সেই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার প্রকাশ্যে এল তাঁর লুক। তাঁর বিপরীতে যুবরাজের ভূমিকায় থাকবেন সিদ্ধার্থ সেন। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় এই ধারাবাহিকটি আসতে চলেছে। ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ গল্পের অনুকরণেই আসছেন নতুন মেগা। তবে এর আগেও ছোটো পর্দায় ‘বেদের মেয়ে জ্যোৎস্না’-এর গল্প অবলম্বনে ধারাবাহিক হয়েছে। সেই ধারাবাহিকটি সান বাংলায় দেখা যেত।