ছোটো পর্দার অতি পরিচিত মুখ গীতশ্রী রায়। শোনা গিয়েছে চলতি বছরেই ফুটবলার প্রবীর দাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নায়িকা। তাঁর আগেই নতুন শুরুর খবর দিলেন তিনি। কিন্তু প্রবীরের হাত ধরে এই শুরু হচ্ছে না। তবে কার সঙ্গে নতুন পথ চলা শুরু করলেন নায়িকা?
আরও পড়ুন: মঙ্গলবারও বক্স অফিসে দাপট ‘সাইয়ারা’র! 'সন অফ সর্দার ২' থেকে 'ধড়ক ২'-এর আয় কত?
জি বাংলার 'রাশি' মেগার হাত ধরে বিনোদন জগতে পা রাখেন তিনি। এই মেগায় তাঁকে নায়িকা হিসেবে দেখেছিলেন দর্শকরা। তারপর একে একে বহু মেগায় নজর কেড়েছেন তিনি। বর্তমানে তাঁকে 'শুভ বিবাহ' ধারাবাহিকে হানিফ বাফনার দিদি ‘জ্যোৎস্না’র চরিত্রে দেখা যাচ্ছে। তবে এই সবের মাঝেই নতুন যাত্রা শুরু গীতশ্রীর। এবার তিনি নতুন ভূমিকায়।
নিশ্চয়ই ভাবছেন তা কী? আসলে অভিনয়ের পাশাপাশি এবার নায়িকা নতুন ব্যবসা শুরু করেছেন। নতুন ফ্যামিলি স্যালোঁ খুলেছেন তিনি। তবে একা নয়, তাঁর সঙ্গে যৌথ ভাবে এই ব্যবসায় রয়েছেন তাঁর সহকর্মী তথা বন্ধু অর্পিতা সরকার।
আরও পড়ুন: বিতর্কের মুখে পড়েছিলেন! এবার সেই বাংলা ভাষার জন্য লড়াই করতেও প্রস্তুত প্রসেনজিৎ
এখন অনেক অভিনেতা অভিনেত্রীকেই অভিনয়ের পাশাপাশি আয়ের অন্য একটি মাধ্যম বেছে নিতে দেখা যায়। গীতশ্রীও এক্ষেত্রে ব্যতিক্রম নন। তিনি তাঁর নতুন ব্যবসা প্রসঙ্গে ‘এই সময় অনলাইন’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘হঠাৎ করেই সবটা প্ল্যান হয়েছে। আমার সহকর্মী, বন্ধু, বোন অর্পিতার জন্যই এই উদ্যোগ। ওঁর সঙ্গে আমার ‘মন ফাগুন’ সিরিয়ালের সেট থেকে আলাপ। ‘শুভ বিবাহ’-তেও ও আমার বোনের চরিত্রে অভিনয় করেছে। এখন আসলে আমরা রিল লাইফ ছাড়িয়ে রিয়েল লাইফেও দুই বোন। তাই সত্যি কথা বলতে পুরো প্ল্যানিংটাই ওঁর। আমি পরে জয়েন করেছি।’
তিনি আরও বলেন, ‘যদিও আমার কাছে বাহ্যিক সৌন্দর্যের থেকে ভিতরের সৌন্দর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে নিজেকে সবরকম ভাবে সুন্দর রাখাটাও ভীষণ প্রয়োজন। আসলে একটা মানুষের মন থেকে খুশি থাকাটা দরকার। চেষ্টা করব সেটায় যেন সফল হতে পারি।’
প্রসঙ্গত, ২০১৬ সালে তনুশ্রী দাসের সঙ্গে বিয়ে হয়েছিল প্রবীরের। দীর্ঘ প্রেমের পর বিয়ে হয় তাঁদের। তবে বিয়ের কয়েকমাস যেতে না যেতেই হয় ছন্দপতন। সেই সময় তৎকালীন স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ এনেছিলেন তনুশ্রী। দায়ের হয়েছিল এফআইআরও। জল গড়ায় আদালত পর্যন্তও। তারপর প্রবীরের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে গীতশ্রীর।