বেশ কয়েক দিনে ধরে পশ্চিমবঙ্গের বাইরে কোনও ব্যক্তি বাংলা ভাষায় কথা বললে অনেক ক্ষেত্রেই তাঁকে বাংলাদেশির তকমা দেওয়া হচ্ছে। আর তা নিয়ে বাংলার পরিস্থিতি বেশ সরগরম। তারকাদেরও মাঝে মাঝেই তা নিয়ে গর্জে উঠতে দেখা যাচ্ছে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।
তিনি এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ভাষা নিয়ে কথা হচ্ছে। আমার মনে হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই নিয়ে বিবৃতি জারি করেছেন। তবে আমি বলতে পারি, বাংলা ভাষা ছিল, আছে, থাকবে। তার জন্য যে কোনও লড়াই করতে হয় আমরা করব।’
আরও পড়ুন: 'আমি খুব সাবধানে বন্ধু নির্বাচন করি…', হঠাৎ করে কেন এমন লিখলেন ইমন?
তবে কিছু দিন আগে একটি হিন্দি ছবির প্রোমোশনের সময় বাংলার এক সাংবাদিক তাঁকে বাংলায় প্রশ্ন করাই, তিনি তাঁকে 'বাংলায় প্রশ্ন করছেন কেন?' তা জিজ্ঞাসা করে বাংলার মানুষদের ক্ষোভের মুখে পড়েছিলেন। যদিও পরে নায়ক জানিয়েও ছিলেন কেন তিনি এই কথা বলেন।
প্রসেনজিৎ একটি বিবৃতি দিয়ে লিখেছিলেন,'কিছুদিন হল আমার একটা কথা, বলা ভালো আমার বলা একটা বাক্য, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেটা নিয়েই কিছু বলতে চাই। আমি ৪২ বছর ধরে মূলত বাংলায় কাজ করেছি। গত কয়েক বছরে জাতীয় স্তরে কাজ করারকয়েকটা সুযোগ এসেছে। সেরকমই এক হিন্দি সিনেমার ট্রেলার মুক্তি উপলক্ষে, ১ জুলাই বম্বের জুহু পিভিআরে সাংবাদিক সম্মেলন হচ্ছিল। ডায়াসে যারা ছিলেন ছবিরশিল্পী, পরিচালকরা মূলত ইংরেজিতেই কথা বলছিলেন। বাংলার একজন সাংবাদিক আমায় বাংলায় প্রশ্ন করেন। তিনি আমার দীর্ঘদিনের পরিচিত। অত্যন্ত স্নেহের পাত্রী। কিন্তু সেই মুহূর্তে আমার মনে হয়েছিল, বাংলায় জবাব দিলে হয়তো অনেকেই তা বুঝতে পারবেন না। যেহেতু ওখানে বাংলা ভাষা বোঝেন না এমন মানুষই বেশি। তাই খানিকটা বাধ্য হয়েই আমি ওনাকে বলি, বাংলায় কেন প্রশ্ন করছেন?'
আরও পড়ুন: কৌশানি সিঙ্গেল? পুজোর চারটে দিন একা নায়িকা! ‘আশা করছি…’, যা বললেন অভিনেত্রী
তিনি আরও বলেছিলেন, 'যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই একটা সেনটেন্সই তুলে ধরা হয়েছে, তাই অনেতকেই আমার বলা কথার আক্ষরিক অর্থ না বুঝে আঘাত পেয়েছেন। কষ্ট আমিও পেয়েছি, এখনও পাচ্ছি। কারণ ওই কথার ওরকম প্রতিক্রিয়া হতে পারে, আমি ভাবতেই পারিনি। হয়তো কয়েকটা ইংরেজি শব্দ ব্যবহার করে আর বলা কথার আক্ষরিক অর্থ আমি বোঝাতে পারিনি। আর আমার ধারণা সেখান থেকেই ভুল বোঝাবুঝি হয়েছে। মাতৃভাষাকে অসম্মান করার কথা, আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। বাংলা আমার প্রাণের ভাষা।’