রবীন্দ্রসঙ্গীত বা মাটির গান সব কিছুতে ইমন চক্রবর্তীর জুড়ি মেলা ভার। গান তাঁর প্রাণ। সঙ্গীত তাঁকে সব সময় ঘিরে রাখে। আর ঘিরে থাকেন কাছের মানুষরা। সঙ্গীতকে সঙ্গী করে কাছের মানুষদের সঙ্গে দিব্যি তাঁর দিন কাটছে। কিন্তু এই সব কিছুর মাঝেই গায়িকা লিখলেন, ‘আমি খুব বুঝে শুনে বন্ধুত্ব করি।’ কী এমন হল হঠাৎ? কেন এমন লিখলেন গায়িকা? ব্যাপার কী?
আরও পড়ুন: কৌশানি সিঙ্গেল? পুজোর চারটে দিন একা নায়িকা! ‘আশা করছি…’, যা বললেন অভিনেত্রী
ব্যাপার আর কিছুই নয়। এই সবটা ঘিরেই রয়েছে বন্ধুত্ব আর বন্ধুরা। আসলে সব সম্পর্কের সার হল বন্ধুত্ব। বন্ধুত্ব না থাকলে যে কোনও সম্পর্কওই টিকিয়ে রাখা মুশকিল। তবে বন্ধু হিসেবে তাঁদেরই বেছে নেওয়া উচিত, যাঁরা কখন বিচার বিশ্লেষন করে না, যাঁরা সব পরিস্থিতিতে পাশে থাকে। তবে সেই সব বন্ধু পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। অনেক দেখে বুঝে তবেই হয়। তবেই কাউকে বিশ্বাস করা যায়। আর সেই বার্তায় উঠে এল ইমনের বন্ধুত্ব দিবস নিয়ে করা পোস্টে। সেখানেই তিনি এমন কথা লিখেছেন।
আরও পড়ুন: ছোটপর্দায় জুটি বাঁধছেন রুকমা-ঋষি কৌশিক! কোন চ্যানেলের কোন মেগায় দেখা যাবে তাঁদের?
অগস্টের প্রথম রবিবার দেশ জুড়ে পালিত হয় ফ্রেন্ডশিপ ডে বা বন্ধুত্ব দিবস। এই বছর ফ্রেন্ডশিপ ডে বা বন্ধুত্ব দিবস পালিত হয়েছে ৩ অগস্ট। ওই দিনই গায়িকা তাঁর কাছের বন্ধুদের সঙ্গে ছবি ভাগ করে নিয়ে মনের কথা শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। ইমন সামজ মাধ্যমের পাতায় বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন। সেখান প্রথম ছবিতেই নীলাঞ্জনের সঙ্গে দেখা যায় তাঁকে। তারপরের ছবিতে বাবাকে পাশে নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি, তাঁদের সঙ্গে ছিল ইমনের মায়ের ছবিও।
এরপর সঙ্গীত পরিচালক তথা পরিচালক ইন্দ্রদীপ দাসগুপ্তর ছবি দেখা যায়। এছাড়াও গায়িকা তাঁর আরাধ্য প্রভু জগন্নাথের বিগ্রহের একটি ছবি ভাগ করে নেন। তাছাড়াও তাঁর দলে সদস্য, তাঁর অন্যান্য বন্ধু বান্ধব ও রবি ঠাকুরের একটি ছবিও সমাজ মাধ্যমের পাতায় ভাগ করে ক্যাপশনে লেখেন, ‘আমি খুব সাবধানে বন্ধু নির্বাচন করি, কিন্তু তাঁরা তা করেন না। ওঁরাই আমার শক্তি। তোমাদের সবাইকে ভালোবাসি। বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা।’ তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই তাঁকে ভালোবাসায় ভরে দিয়েছেন অনুরাগীরা।